Alapon

||নেটওয়ার্কের বাইরে||পর্ব-১

৬ ফেব্রুয়ারী,২০২৩।সকালটা শুরু হলো সপ্তাহের অন্যান্য ৭টা দিনের মতোই ফজরের নামাজের মধ্য দিয়ে।আলিমের ক্লাস শুরু হয়েছে দু'দিন হলো।আজকেও ক্লাস আছে।সেই সাথে আজকে আবার বিশেষ একটা দিন( ৬ফেব্রুয়ারী,১৯৭৭সালে ঢাবি কেন্দ্রীয় মসজিদ থেকে কয়েকজন ভাইয়ের হাত ধরে শহীদি কাফেলার যাত্রা শুরু),সে উপলক্ষে কর্মসূচিও আছে।সিদ্ধান্তহীনতায় ভোগার পর,অবশেষে লাল-সবুজ গেঞ্জি পড়ে বেরিয়ে পড়লাম কর্মসূচিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে।সকাল ৭টা বেজে ৪৫মিনিট নারায়ে তাকবির আল্লাহু আকবার স্লোগানে প্রকম্পিত হয়ে উঠল রাজপথ।স্লোগান ও বক্তৃতা চলল মিনিট ১০-১৫।ফের নিজ গন্তব্যে ফেরার উদ্দেশ্যে উঠে পড়লাম বাসে।কিন্তু কিছুদূর যেতে না যেতেই কারো ইশারায় আচমকা থেমে পড়ল বাস।বুঝতে বাকি রইল না খারাপ কিছু ঘটতে যাচ্ছে।বাইরে তাকিয়ে দেখলাম বাস ঘিরে ফেলা হয়েছে চতুর্দিক থেকে।তখন মনে মনে কিছুটা আচ করতে পারলাম কি ঘটতে যাচ্ছে।আমি সহ পরিচিত-অপরিচিত বেশ কয়েকজনকে বাস থেকে নামিয়ে তোলা হলো অন্য এক গাড়িতে।গাড়ি ছুটে চলছে নেটওয়ার্কের বাইরের অজানা এক গন্তব্যের উদ্দেশ্যে…(চলবে)

পঠিত : ১৭৬ বার

মন্তব্য: ০