Alapon

সার্টিফিকেট যথেষ্ট নয়, ভালো মানুষ হতে হবে। পর্ব :০৩।

গত পর্বের পরে...
মানুষকে সভ্যতার পথে পরিচালিত করার জন্য আল্লাহ তায়ালা যুগে যুগে অনেক নবী-রাসুল পৃথিবীর বুকে পাঠিয়েছেন।সবাইকে জ্ঞান দিয়েই পাঠিয়েছেন।আরো চৌদ্দশত বছর আগের কথা!পুরো দুনিয়াতে চলছে মানবতার দূর্দিন।এই কঠিন ক্রাইসিস মোকাবিলা করার জন্য আল্লাহ তায়ালা প্রেরন করলেন মানবতার মুক্তির কান্ডারী হযরত মুহাম্মদ সা.কে।তার উপর নাযিল কৃত প্রথম শব্দটিই ছিল "পড়"।জিবরাইল আ.হেরা গুহায় এসে রাসূল সা.কে বললেন,"পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন"(সুরা আলাক-১)
সমাজ থেকে বর্বরতা,অসভ্যতা,অন্ধকার দূর করতে হলে পড়তে হবে। জ্ঞান অর্জন করতে হবে।আধুনিক বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি,গবেষকদের বহুমুখী চিন্তা, শাসকগোষ্ঠীর কোটি কোটি টাকা ইনভেস্ট হচ্ছে জাতিকে শিক্ষত করে তুলতে।সরকারের "শিক্ষার বিনিময়ে খাদ্য"কর্মসূচির আওতায় এসে দরিদ্র জনগোষ্ঠীও শিক্ষা লাভ করছে।শিক্ষার মাধ্যমে আলোর মশালের সন্ধান পাওয়া যায়। কিন্তু অর্জিত শিক্ষার মাধ্যমে নৈতিকতা অর্জন না হলে সে মশাল দিয়ে মানুষকে আলোর পথ দেখানোর পরিবর্তে আগুনে পুড়ে মারবে তথাকথিত মশাল ধারীরা।ইংরেজিতে অতি জনপ্রিয় একটি প্রবাদ আছে "Education is the most powerful weapon" অর্থাৎ শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র।এই অস্ত্রকে মানুষের কল্যাণের পথে পরিচালিত করার জন্য নৈতিক শিক্ষার বিকল্প নেই।সভ্য সমাজ গড়তে হলে জাগতিক শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষার সমন্বয় করা অপরিহার্য।নৈতিকতা অর্জন করতে হলে একজন মানুষকে অবশ্যই ধর্মের কাছে আসতে হবে।ধর্ম আদেশ দেয় মা-বাবার সাথে উত্তম আচরণের।আল কুরআনের নির্দেশনা:-"তোমরা তোমাদের পিতা-মাতার সাথে উত্তম আচরণ কর"(সুরা বনী ঈসরাইল-২৩)।
পৃথিবীর সকল ধর্মই নৈতিকতার শিক্ষা দেয়,মানবতার শিক্ষা দেয়।সুতরাং আগামীর প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী গড়তে হলে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই।অভিভাবক সমাজের কর্তব্য হলো আদরের সন্তানকে শুধু ভালো সার্টিফিকেট পাইয়ে দিতে জাগতিক শিক্ষা দেওয়ার জন্য ব্যস্ত না হয়ে ধর্মীয় শিক্ষাকে সমান গুরুত্ব দেয়া।
(চলবে...)

পঠিত : ১৭২ বার

মন্তব্য: ১

২০২৪-০১-২৫ ১৩:৪৬

User
Md. Abdul Ohab Babul

সুন্দর উপস্থাপন

submit