Alapon

বিক্ষিপ্ত ভাবনা


অনলাইনে অর্ডার করে বাজার সদাই করি না বললেই চলে৷ চাল, তেল, নুন, সবজি, মাছ, গোশতো—সবকিছু নিকটস্থ বাজারে গিয়ে কিনি। কেনাকাটার ব্যাপারে আমার একটা মূলনীতি আছে। ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে, মুসলামানদের অত্যাচার নির্যাতনে ভূমিকা রাখে এমন যেকোনো দেশ বা ব্র‍্যাণ্ডের পণ্যকে আমি সচেতনভাবে এড়িয়ে চলি। একান্ত নিরুপায় না হলে ছুঁয়েও দেখি না।

দোকানি যদি বলে এই জিনিসের মান একেবারে হাণ্ড্রেডে হাণ্ড্রেড—তবুও কেনা থেকে বিরত থাকি। খেলাম নাহয় একটু ভেজাল, একটু কম বিশুদ্ধ জিনিস—একদিন তো মরেই যাবো! তবে, আমার ওপর নিষ্পেষণে, আমার ভাইয়ের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার কাজে, আমার সন্তানকে দুনিয়াহারা করার প্রজেক্টে আমার টাকা ব্যবহার হচ্ছে না—এটা অন্তত নিশ্চিত করতে পারছি।

Collected

পঠিত : ৫৭ বার

মন্তব্য: ০