Alapon

আমিও শিবির



মনে আছে কি বন্ধু আবরার ফাহাদের কথা?
নামায পড়তো বলে যাকে
দেওয়া হয়েছিলো শিবির ট্যাগ!
ভিনদেশী হানাদার শত্রুরাষ্ট্রের তাবেদারি করতে অস্বীকার করেছিলো বলে
যাকে পিটিয়ে হত্যা করেছিলো সোনার ছেলেরা!

রক্তাক্ত নিথর দেহ পড়েছিল বুয়েটের অন্ধকার রুমে।
স্বজনের আর্ত-চিৎকারে-
কেঁপে উঠেছিল আকাশ বাতাস।
একটু মায়া হয়নি তাদের,
কারণ তাদের সন্দেহ ছিলো সে শিবির করতো।

মনে কি পড়েনা সেই দিনের কথা?
জিহাদী বই বলে কুরআন,হাদিস সামনে রেখে
একদল মেধাবী ছাত্রকে রাতের আঁধারে
তুলে নিয়ে নাশকতার মামলা টুকে দিয়েছিলো পুলিশ।
কারণ তাদের সন্দেহ ছিলো এরা শিবির করে।

আটাশ অক্টোবর ২০০৬
একদল নরপিশাচ হত্যা করেছিলো এক স্বাধীনচেতা যুবককে।
হত্যা নয় শুধু তার লাশের উপর করেছিলো নৃত্য।
অপরাধ ছিলো তার সে সত্য বলেছিলো।
তারা বলেছিলো এ তো শিবির।

আর শিবির করলেই বুঝি জায়েজ হয়ে যায় সব খুন!

ওয়ালীউল্লাহ,আল মুকাদ্দাসকে তো ওরা গুম করে রেখেছে।
ফিরতে দেয়নি বাড়িতে।
আজও পথ চেয়ে আছে মা তার সন্তানের,বোন তার ভাইয়ের।
দ্বীনি ভাইয়েরা আজও ঢুকরে কাঁদছে নীরবে নিভৃতে।

এভাবে কত সহস্র মায়ের,বোনের,পিতার,ভাইয়ের বোবাকান্না শুনেনি তারা।
আবেদন সৃষ্টি করেনি কর্ণকুহরে।
কারণ একটাই,তারা শিবির করতো।

কুরআনের পথে ডাকা,সত্য কথা বলা,দেশের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যদি শিবির করা হয়-
তাহলে জেনে রেখো বন্ধু,
আমিও শিবির।
এদেশের প্রতিটি ইঞ্চি মাটি শিবির,
প্রতিটি ধূলিকণা শিবির।

এদেশের প্রান্তরে প্রান্তরে প্রতিধ্বনিত হবে আকাশ,বাতাস কাঁপিয়ে।
নারায়ে তাকবীর
আল্লাহু আকবর।

আমিও শিবির
-রাকিন ফাইয়্যাদ

০৬.০২.২৪

পঠিত : ১৫৬ বার

মন্তব্য: ০