Alapon

কুরআনের সাথে পথচলা : পর্ব ০২

ফজর নামাজের দ্বিতীয় রাকাত। ইমাম সাহেব তিলাওয়াত করছিলেন সূরা হাক্কাহ থেকে। কিছুটা অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। হঠাৎ মনোযোগ ফিরে আসে ৩০ নাম্বার আয়াত তিলাওয়াত করার সময়।
خُذُوۡہُ فَغُلُّوۡہُ ﴿ۙ۳۰﴾
(যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, তার ব্যাপারে বলা হবে,) ‘তাকে ধর অতঃপর তাকে বেড়ি পরিয়ে দাও।’
তারপর এভাবে চলতে থাকলো—
ثُمَّ الۡجَحِیۡمَ صَلُّوۡہُ ﴿ۙ۳۱﴾
‘তারপর তাকে তোমরা নিক্ষেপ কর জাহান্নামে’।
ثُمَّ فِیۡ سِلۡسِلَۃٍ ذَرۡعُہَا سَبۡعُوۡنَ ذِرَاعًا فَاسۡلُکُوۡہُ ﴿ؕ۳۲﴾
‘তারপর তাকে বাঁধ এমন এক শেকলে যার দৈর্ঘ্য হবে সত্তর হাত।’
আল্লাহু আকবার!

সূরা হাক্কাহ যতবার‌ই পড়েছি, এই জায়গায় এসে নিজেকে ধরে রাখতে পারিনি। এজন্য‌ই আল্লাহ তায়ালা বলেছেন, "আর আমি তো কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি?" (সূরা ক্বমার : ২২)

আল্লাহুম্মা আজিরনি মিনান্নার...

পঠিত : ২২৫ বার

মন্তব্য: ০