Alapon

আমি তোমার

তুমি আমায় না ভালবাসলেও
আমি তোমার।
তুমি আমায় কাছে না চাইলেও
আমি তোমার।
তুমি আমায় না ভাবলেও
আমি তোমার।
তুমি আমায় পছন্দ না করলেও
আমি তোমার।
তুমি আমায় ভুল বুঝলেও
আমি তোমার।
তুমি আমায় জীবনসঙ্গী না করলেও
আমি তোমার।
তুমি আমায় স্বপ্নে না দেখলেও
আমি তোমার।
তুমি আমায় ব্যথা দিলেও
আমি তোমার।
তুমি আমায় তোমার হৃদয়ে না রাখলেও
আমি তোমার।

আমি তোমার শুধু তোমার
শুধু তোমার আমি তোমার।
তুমি আমার না হলেও
আমি তোমার।
তুমি অন্য কারও হলেও
আমি আমার।
তুমি আমার থেকে দূরে চলে গেলেও
আমি তোমার।
আমি তোমার থেকে দূরে চলে গেলেও
আমি তোমার।
আমি তোমার আমি তোমার
আমার মৃত্যুর পরেও আমি তোমার।

---- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৭/৪/২০২৪

পঠিত : ৪৭১ বার

মন্তব্য: ০