Alapon

তোমার আমার ভালোবাসা

আকাশের থেকেও বড় তোমার আমার ভালোবাসা।
সূর্যের আলোর থেকেও প্রখর তোমার আমার ভালোবাসা।
চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ তোমার আমার ভালোবাসা।
সমাধির চেয়েও শান্ত তোমার আমার ভালোবাসা।
বসন্তের থেকেও রঙিন তোমার আমার ভালোবাসা।
স্বর্গের থেকেও সুন্দর তোমার আমার ভালোবাসা।

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১২/৫/২০২৪

পঠিত : ১৩৪৭ বার

মন্তব্য: ০