Alapon

তোদের আওয়ামীলিগ করার দরকার নাই, আওয়ামীলিগ করার বহু মানুষ আছে!



স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল সমর্থন করা যদি এতোটাই ভয়াবহ অপরাধ হয় যে জীবনটাই দিয়ে দিতে হয়, তাহলে আসলে এর চেয়ে দুঃখের আর কিছু হতেই পারে না।

এ দেশে আমরা হইলাম একপাল পিপড়া, এক বিশাল দানব দাঁড়িয়ে দাঁড়িয়ে আমদের নিয়ে খেলছে। যখন যাকে খুশি মারছে। আমাদের মতামতের কোন দাম সরকারের কাছে নাই। শুধু জ্বি জাহাপানা করেন, তাইলেই হবে।

আবার জ্বি জাহাপানা করলেও যে আপনি সেইফ, তা কিন্তু না। দাবার চালে আপনার কিস্তি এলে আপনারেও ভইরা দিবে, সমস্যা নাই। এইটাই বাংলাদেশ।

খুব খারাপ লাগলো, ছেলেটার এই দুরবস্থা দেখে। এতোটা নির্মমতার শিকার সে। আমি বাকরুদ্ধ।

পঠিত : ৮৯৬ বার

মন্তব্য: ০