একটা মাত্র বিজ্ঞাপন কোকা কোলার জাত চিনিয়ে দিলো
তারিখঃ ১০ জুন, ২০২৪, ২০:৫৬
একটা মাত্র বিজ্ঞাপন কোকা কোলার জাত চিনিয়ে দিলো। এই ড্রিংসের প্রতিটা ফোটায় ফোটায় ফিলিস্তিনের নির্যাতিত ভাই বোনের রক্ত মিশে আছে। আমি আর আপনি যদি এই ড্রিংস পান করি মনে করতে হবে ফিলিস্তিনের ভাই বোনের তরতাজা রক্ত পান করছি। আমাদের পক্ষে সম্ভব না জাত ভাইয়ের রক্ত পান করার।
তাই শুধুমাত্র কোকা কোলা বয়কট করলেই তো হবে না। কোকা কোলার সাথে সংশ্লিষ্ট সকল পণ্য'ই বয়কট করুন। বাংলাদেশের অধিকাংশ পানিয় এই কোম্পানির শেয়ারের সাথে জড়িত। এক এক করে সে গুলোও চিন্থিত করে বয়কট করুন। এই কুরবানে দেশি কোম্পানির ড্রিংস গুলোই পান করুন।
আসুন সচেতন হই।
ইমানী চেতনা জাগ্রত করি।
✍️সালমান হায়দার খন্দকার

মন্তব্য: ০