Alapon

ভালো আছিকবিতা: ভালো আছি
লেখা: অর্ঘ্যদীপ চক্রবর্তী

তুমি আমায় ভুলে গেছ
আর মনে করো না,
আমার কাছে আর আসো না
আমায় আর ডাকো না।
আমি সেই আছি তোমার স্মৃতি নিয়ে।
আমার আর কী আছে বলো?
আমার আর কে আছে বলো?
শুধু তোমার স্মৃতিটুকুই আমার কাছে সব।
জানি না আমায় ছাড়া তুমি কেমন আছ,
তবে তোমায় কাছে না পেয়েও
আমি ভালো আছি
ঈশ্বর আমায় ভালো রেখেছেন!
আমার আর কিছু নেই, শুধু তোমার স্মৃতিটুকু ছাড়া।
ঈশ্বর আমার দিকে তাকিয়েছেন
তাই তো আমি তোমার অনুপস্থিতির কথা ভেবেও খারাপ নেই।
শুধু দু'টো শব্দে বলতে গেলে বলব
'ভালো আছি'।

---- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৬/৬/২০২৪

পঠিত : ৮৮ বার

মন্তব্য: ০