Alapon

যাওয়া আসা

যেদিন যাওয়ার সময় হবে
সেদিনই যাব চলে,
নয় তার একদিন আগে
নয় তার একদিন পরে।

যেদিন আসার সময় হয়েছিল
সেদিনই এসেছিলাম,
নয় তার একদিন আগে
নয় তার একদিন পরে।

এই যাওয়া আসা কোনোটাই নেই আমাদের হাতে,
যাঁর হাতে আছে সবকিছু তিনি ঈশ্বর নামে পরিচিত এ জগতে।

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৮/৬/২০২৪

পঠিত : ৮৭১ বার

মন্তব্য: ০