হাসন রাজার দেশে
তারিখঃ ১১ জুলাই, ২০২৪, ১১:৪৮
মহারাজা হাসন রাজা
মাথায় মস্ত মুকুট পরি
ইচ্ছামতো করছে সবই
বাজিয়ে সদা হাতের তুড়ি!
মানুষ পশু কিংবা শিশু
মরছে দেখো রৌদ্রে পুড়ি
রোদের চেয়ে বাজার গরম
বাঁচতে হবে, কি যে করি!
স্বল্প আয়ের চাকুরিজীবী
ভাত রেখে খায় গরম পুরি
নিম্ন আয়ের মানুষগুলো
খাচ্ছে দেখো চিড়ে-মুড়ি।
তাও তো গরম বলতে সরম
ভোটডাকাতির রকম-ঝকম
দুর্নীতি দেখ কারি কারি
ধরলে কলম মাথায় বারি!

মন্তব্য: ০