Alapon

চাই কোটামুক্ত বাংলাদেশ 



কোটা নিয়ে ধোকা দিয়ে
দেশটা করলো শেষ 
মেধা দিয়ে স্বপ্ন গড়ে
বাঁচাও বাংলাদেশ।।

চাই কোটামুক্ত বাংলাদেশ 
চাই মেধা নির্ভর বাংলাদেশ।

একাত্তরে বীর সেনারা
দিলো বুকের রক্ত
কোটা দিয়ে তাদের ত্যাগের
মূল্য দেয়া শক্ত।
কোটার ফাঁদে হাজার যুবার
স্বপ্ন হলো শেষ।।

চাই কোটামুক্ত বাংলাদেশ 
চাই মেধা নির্ভর বাংলাদেশ।

কোটার খোটা বাদ দিয়ে সব
দাও সমতা আর অধিকার,
প্রশ্নফাঁস আর দূর্নীতিরও
থামুক তবে সব হাহাকার। 

দূর হয়ে যাক সবার বুকের
কষ্ট অনিঃশেষ।

চাই কোটামুক্ত বাংলাদেশ 
চাই মেধা নির্ভর বাংলাদেশ।

-রাকিন ফাইয়্যাদ
১০.০৭.২৪

পঠিত : ২৭২ বার

মন্তব্য: ০