তবুও কি তুমি জাগবে না
তারিখঃ ৩১ জুলাই, ২০২৪, ২৩:০৯
তবুও কি তুমি জাগবে না ?
জ্বালবে না প্রদীপ জীর্ণ কুটিরে ?
ঘুম কি তোমার ভাঙবে না ?
তবুও কি তুমি জাগবে না ?
অভুক্তের কান্না, নিপীড়িতের আর্তনাদ
কিংবা সহায়হীন জনপদের মানবেতর জীবন
তোমার হৃদয়ে কি একটুও শিহরণ জাগায় না ?
তুমি কি শোনো না, ঐ দূর দিগন্ত থেকে ভেসে আসা নোমানীদের গোঙানির আওয়াজ ?
তুমি কি অন্ধ, বোবা, বধির ?
তোমার হৃদয় কি তালাবদ্ধ ?
তোমার বিবেক কি লাশ হয়ে গিয়েছে ?
নাকি তুমি বড়ই স্বার্থপর ?
তুমি কি জাগবে না ?
কান পেতে একটু শোনো না-
তোমার বোন নুসরাতের কণ্ঠ শোনা যাচ্ছে!
'ভাইয়া আমাকে বাঁচাও। ওরা আমাকে ফেরে ফেলবে! আমার গায়ে কেরোসিন ঢেলে দিয়েছে। হয়তো আমাকে আগুনে পুড়িয়ে মারবে। আমি সহ্য করতে পারবো না। ভাইয়া....'
ওই শোন, বুয়েটের হল থেকে কেমন একটা আর্তচিৎকার ভেসে আসছে!
আরে এ তো, এ তো তোমার ভাই আবরারের কণ্ঠ!
"ভাই, আমাকে বাঁচাও! ওরা আমায় মেরে ফেলবে। আমি কোনো অন্যায় করিনি। এদেশের সার্বভৌমত্বের পক্ষে দুটো কথা বলেছিলাম শুধু। তবুও ওরা আমাকে হত্যার খেলায় মেতে উঠেছে। আমাকে বাঁচাও ভাই!"
তুমি কি শুনছো ?
ও শুনবে কি করে, তুমি তো বধির!
ওই দেখো, তোমার বাবাকে দেখা যাচ্ছে! তোমার বোনের ধর্ষনের বিচার না পেয়ে রেললাইনে তোমার বোনসহ আত্মাহুতি দিচ্ছে! ওদের থামাও...
তুমি কি দেখতে পাচ্ছো না ?
ও দেখবে কেমন করে! তুমি তো অন্ধ!
তুমি কি শুনতে পাও সোহানের মায়ের আর্তনাদ ?
"আমার বাবুটারে মারবিই যখন, চোখ তুলে নিলি কেন বাবুটার!"
তোমার কর্ণকুহরে পোঁছেছে
চোখ তুলে নেওয়ার সময় সোহানের আর্তচিৎকারের শব্দ ?
সম্ভবত পৌঁছেনি। কারণ তোমার কান তো তালাবদ্ধ! তুমি তো বধির।
তোমার ঘুম ভাঙেনি।
আসলে তুমি তো ঘুমাওনি!
ঘুমের ভান করে পড়ে আছো।
নচেত শত শত শহীদের লাশের চিৎকারও কি তুমি শোননি?
শহীদ জননীদের আহাজারি তোমার কানে পৌঁছে না ?
জালিমের বুলেট, সাউন্ড গ্রেনেডের শব্দও তুমি শুনতে পাওনি। তোমার এ কেমন ঘুম?
এতকিছুর পরেও কি তোমার উদাসীনতার ঘুম ভাঙবে না ?
তবুও কি তুমি জাগবে না ?
আর কতকাল 'আমি ভালো আছি' বলে অভিনয় করে যাবে ?
তুমি কি জাগবে না ?
তবুও কি তুমি জাগবে না ?

মন্তব্য: ০