Alapon

সবকিছু মনে রাখা হবে



সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে,
তোমাদের নিপীড়ন আর বুলেটে
শহীদ হয়েছে যে আমার সাথীরা
আবু সাঈদ,শান্ত,মুগ্ধ,ওয়াসিম,তাহমিদ সহ অনেকে
তাদের স্মরণে আমার দিলকে বিভোর করে রাখা হবে।
সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে।

তুমি ক্ষমতার জোরে মিথ্যা লিখবে আমরা জানি
কিন্তু আমাদের রক্ত দিয়ে হলেও
সত্যিটাই উন্মোচন করা হবে।
সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে।

দিনদশেক ধরে মোবাইল ইন্টারনেট বন্ধ করে
মধ্যরাতে গোটাশহরকে ঘিরে ফেলে
পেটোয়াবাহিনী নিয়ে আমার বন্ধুদের হত্যা করা
আমার মাথা,মুখ,আমার ছোট্ট জীবনটাকে জাজড়া করা
আমার ভাই আবু সাঈদকে প্রকাশ্যে দিবালোকে মেরে ফেলা
ভিড়ের মধ্যে আড়ালে তোমার খুনির হাসি
সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে।

দিনের বেলায় সামনে এসে শোকের নাটক করা আর বলা
"স্বজন হারানোর ব্যাথা আমার চেয়ে বেশী বুঝে না কেউ!"
আর রাত্রি হলেই ন্যায্য দাবি চাওয়া ছাত্র-জনতার উপর গুলি চালানো।
আমাদের হত্যা করে আমাদেরকেই হত্যাকারী বলা।
সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে।

আমার হাড়ের উপর লিখে যাবো এইসব গল্প
তুমি যে চাইছো আমার অস্তিত্বের দলিল
আমার অস্তিত্বের প্রমাণ তোমার মুখের উপর ছুড়ে ফেলা হবে।
এই যুদ্ধ শেষ রক্তবিন্দু দিয়ে লড়া হবে।

এটাও মনে রাখা হবে কিভাবে তুমি দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছো
এটাও মনে রাখা হবে
আমাদের লাল লহু ঢেলে দিয়ে তা প্রতিরোধ করার চেষ্টা করে গেছি।
এটাও মনে রাখা হবে
যখন পৃথিবীতে বিশ্বাসঘাতকতা কথা উঠবে
তোমার ছলনা মনে রাখা হবে।
আর যখনই জগতে সৃষ্টির কথা বলা হবে
আমাদের নাম সোনার হরফে লেখা হবে।

কিছু মানুষ ছিলো যাদের সাহস ঘাতকের বুলেটে ভেঙে পড়েনি
কিছু মানুষ ছিলো যাদের আত্মা বিক্রি হয়ে যায়নি দালালদের ঠুনকো পয়সার কাছে।
(যেমনটা তোমাদের বিক্রি হয়ে যায়।)
কিছু মানুষ ছিলো যারা সত্যের আবরণে অটল ছিলো।
কিছু মানুষ ছিলো যারা নিজের মৃত্যুসংবাদ আসা অবধি জিন্দা ছিলো।
হৃদপিণ্ড কম্পন করতে ভুলে যায় তো যাক
পৃথিবী তার গতি বন্ধ করে দেয় তো দিক।
তবুও আমাদের কাটা পাখনা ঝাপটানি আর আর্তনাদ
আমাদের ভাঙা কণ্ঠস্বর মনে রাখা হবে।

তুমি কালো লেখো আমরা লাল লিখবো
তুমি জেলে ভরো আমরা নতুন ফাল্গুনে দ্বিগুণ হবো।
তুমি মামলা লিখো আমরা বলবো আচ্ছা হ্যায়।
তুমি আমাদের খুন করে ফেলো
তুমি বরং আমাদের খুন করে ফেলো।
আমরা রূহ হয়ে তোমার খুনের প্রমাণ লিখবো।

তুমি এজলাসে বসে কৌতুক লিখো
আমরা রাস্তার দেওয়ালে দেওয়ালে ন্যায়বিচার লিখবো।

বধিরও শুনতে পায় এমন জোরে আওয়াজ তুলবো।
অন্ধও দেখতে পায় এতোটাই স্পষ্ট লিখবো।

তোমরা আঁধার লিখো আর আমরা আলো লিখবো।
তোমরা জমিনে জুলুম লিখো আসমানে ইনকিলাব লেখা হবে।
সব মনে রাখা হবে,সবকিছু মনে রাখা হবে।

যাতে তোমার নামে আজন্ম অভিশাপ করা যায়
যাতে তোমাদের কুকর্মে কালিমা লেপ্টে দেওয়া যায়।
তোমার অভিশপ্ত নাম,তোমার অপকর্ম মনে রাখা হবে।

সব মনে রাখা হবে,সবকিছু মনে রাখা হবে।


©রাকিন ফাইয়্যাদ
মূল অনুপ্রেরণা- আমির আজিজ
০১লা আগস্ট ২০২৪


#RememberingOurHeroes
#SaveBangladeshiStudents

পঠিত : ২৯৪ বার

মন্তব্য: ০