Alapon

চক্রান্ত হইতে সাবধান



বিএনপি বা জামায়াতে ইসলাম বিরোধী যত প্রপাগাণ্ডা দেখবেন সবই আওয়ামী চক্রান্ত। সেনাপ্রধানের উপর জরুরি অবস্থা জারি করার একটা ভারতীয় চাপের কথা চারিদিকে চাওর হচ্ছে। জরুরি অবস্থা জারি করলে সনাতন ধর্মালম্বীদের উপর হামলার বিষয়টা সত্য হয়ে যাবে। বর্তমানের বিলিন হয়ে যাওয়া আওয়ামিলীগ পুনরায় দেশে খুঁটি গেড়ে বসার একটা সুযোগ পাবে।

বাংলাদেশ ছাড়া হাসিনার গতিনাই। কারন পৃথিবীর কোন দেশেই তার জায়গা হচ্ছে না আর অস্ট্রেলিয়ান বাঙালি আইনজীবিরা ICC তে হাসিনার নামে নিজ দেশে জেনোসাইডের অপরাধে মামলা দায়ের করেছে। এই বিচারে হাসিনার কঠিন শাস্তি হবে এতে সন্দেহ নাই। আইসিসির রায়ের পর আন্তর্জাতিক ভাবে হাসিনার উপর গ্রেফতারি পরোয়ানা জারি হবে। ইন্টারপোল তারে যেখানে পাবে ধরবে। যুক্তরাষ্ট্র ভিসা বাতিল করলো, যুক্তরাজ্য না কইরা দিলো। ভারত সাফ বলে দিসে, সেখানে হাসিনা আনলিমিটেড টাইম থাকতে পারবে না। আর এজন্যই হাসিনার বাংলাদেশ প্রয়োজন এবং বাংলাদেশের ক্ষমতা প্রয়োজন।

তাই সাবধান। আর সনাতনী ভাইদের বলবো, দলের চেয়ে দেশ বড়। ভারত প্রতিবেশি রাষ্ট্র। ভারত ধর্মের প্রতীক হতে পারে না। বিভিন্ন গ্রুপে আপনাদের বিদ্বেষ মূলক কথা সত্যিই দু:খজনক। বাংলাদেশে মুসলমানদের মন্দির পাহাড়াকে গ্রুপ গুলাতে "সাপের মুখে মাছ" এর সাথে তুলনা করলেন। দয়া করে বিদ্বেষ ছড়াবেন না।

আওয়ামিলীগ ছাড়া বাংলাদেশে দ্রব্যমূল্যের হ্রাস পাওয়া, শেয়ারবাজারে ব্যাপক উত্থান হয়েছে। সূচক বেড়েছে ২০০ পয়েন্ট। সব কিছুই পরিবর্তন হচ্ছে। সবার একত্রে কাজ করতে হবে। এটাই সময়।

পঠিত : ১৬৬ বার

মন্তব্য: ০