Alapon

না আওয়ামী, না বাকশাল, না স্বৈরাচার, না ফ্যাসিবাদ



একটা দল কতটা নিকৃষ্ট হলে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দেশের ভেতর জেনোসাইড চালায়৷ এই জেনোসাইড থেকে কেউ রেহাই পায়নি। সব বয়সের মানুষই জীবন দিয়েছে। অবশেষে অভ্যুত্থান এর মধ্যদিয়ে তাদের পতন হয়।

পতনের পরেও এরা থেমে নেই। বিদেশে বসে বাংলাদেশের ভেতর নৈরাজ্য সৃষ্টি করতে ব্যাস্ত। একটা ভিডিও ছেড়েছিলো ওরা, পতনের আগে। ওখানে বলেছিলো হাসিনার নাকি রিজার্ভ ফোর্স আছে। আর ঐ রিজার্ভ ফোর্স দিয়াই এখন দেশে ডাকাতি করছে। এক রাতে সারা দেশে এদের ভয়াবহ ডাকাতির জন্য জনগণ অতিষ্ঠ।

পতনের পরেও হাসিনা বাংলাদেশের মানুষকে শান্তি দিবে না। সে তো রিভেঞ্জ নিতে নেমেছে। পরিবার হত্যা ও জনগণের উল্লাসের রিভেঞ্জ। তার জীবদ্দশায় এটা শেষ হবে বলে আমি মনে করি না। অতএব হাসিনাকে যতদ্রুত সম্ভব আইনের আওতায় আনতে হবে এবং এই সন্ত্রাসী সংগঠন আওয়ামিলীগ কে নিষিদ্ধ করতে হবে। আমরা শেখ পরিবারের অত্যাচার থেকে নিস্তার চাই।

পঠিত : ১৪৮ বার

মন্তব্য: ০