পুলিশকে মারবেন না
তারিখঃ ৮ আগস্ট, ২০২৪, ১৩:৩০
১৫ বছরের আওয়ামী দু:শাসনের আরেক নাম হচ্ছে পুলিশ। বিগত ১৫ বছরে আমাদের নিরাপত্তা দানে নিয়োজিত পুলিশের আচরণ দেখে মনেই হতো না যে ওরা আসলে আমাদের বন্ধু না শত্রু! ওদের সাথে আমাদের সম্পর্ক ছিলো প্রভু-ভৃত্যের মতো। পুলিশের অপকর্মের কথা আপনি বলে শেষ করতে পারবেন না।
বডি বিল্ডার ফারুক হোসেনের পুলিশি হেফাজতে মৃত্যু এবং তার স্ত্রীকে রাতে শোয়ার আহ্বান। রাস্তা চাঁদা দাবি, মিথ্যা মামলা দেয়া সহ বহুবিধ অপরাধ তারা করেছে। বিরোধী দলের উপর অকথ্য নির্যাতন তো তাদের সাধারণ কাজ ছিলো। ঝিনাইদহের শিবির কর্মী সোহানের কথা তো মনে আছে। সোহানকে আনার এমপির মদদে উঠায় নিয়া যায় দুই এসাই নাসিরুদ্দিন আর নীরব হোসেন। চোখ উপরে নির্মম ভাবে হত্যা করা হয়। কিশোর বয়সে বিরোধী দল করার সর্বোচ্চ প্রতিদানই তাকে দিতে হলো। এমন হাজারো কুকর্মের উদাহরণ আমি দিতে পারি। আর দু:শাসন শেষ হওয়ার পর জনগণের ক্রোধের শিকার হওয়াটা এখন জনগণের অপরাধ হয়ে গেছে!
এরপরেও এই সময়ে এসে এভাবে পুলিশ হত্যা ঠিক হচ্ছে না। অপরাধীদের বিচার হবে আইনের মাধ্যমে। ইনশাআল্লাহ সকল অপরাধীরই বিচার হবে। তাই দয়া করে পুলিশের উপর হামলা না করি। ধন্যবাদ।
জাযাকাল্লাহ খাইর।

মন্তব্য: ০