Alapon

যার যা কাজ তার তা করা উচিত

কারোর খারাপ চাওয়া ঠিক নয়
এতে খারাপ হয় নিজেরই।
কারোর ক্ষতি করা ঠিক নয়
এতে ক্ষতি হয় নিজেরই।
মন এমন করা উচিত ----
কাউকে সাহায্য করতে না পারি
তো করব না,
কিন্তু তার ক্ষতি চাইব না।
কারোর অমঙ্গল কামনা করলে
ভগবান কুপিত হন।
কাউকে ভালো রাখা কি মন্দ রাখা
সবই ভগবানের কাজ।
ভগবানের কাজ ভগবানকেই করতে দেওয়া উচিত,
ক্ষুদ্র মানুষ হয়ে বৃহৎ ভগবানের কাজের ভার কাঁধে নেওয়া ঠিক নয়।
ভগবানের কাজ ভগবান করুক
মানুষের কাজ মানুষ করুক।
তাই তো অন্যের খারাপ হোক বা অন্যের কষ্ট হোক
এমন ভাবনা মনেতে আনলে,
নিজেরই কপাল খারাপ হয়
নিজেরই ভাগ্য কষ্টে ভরে যায়।

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১০/৮/২০২৪

পঠিত : ৯২ বার

মন্তব্য: ০