Alapon

বড়ো অদ্ভুত এই সমাজ

সাধারণ পুরুষের ভিড়ে
ধর্ষক পুরুষেরা বেড়ায় ঘুরে,
কিন্তু তাদের দেখে বোঝার উপায় থাকে না
যতক্ষণ না তারা ধরা পড়ছে,
যতক্ষণ না তাদের মুখ সকলের কাছে পরিচিত হচ্ছে।
বড়ো অদ্ভুত এই সমাজ!
অন্যায় করেও, অপরাধ করেও
কিছু মানুষ সাধুর মতো ঘুরে বেড়ায়,
অপরাধীরা অপরাধ করেও
সাধারণ মানুষের সঙ্গে প্রতিবাদী কণ্ঠে গলা মেলায়
প্রতিবাদী মিছিলে সঙ্গ নেয়,
অথচ তাদের আগে দেখে বোঝার কোনো পন্থা নেই
যতক্ষণ না তারা ধরা পড়ছে,
যতক্ষণ না তাদের মুখ সকলের কাছে পরিচিত হচ্ছে।
সত্যিই, বড়ো অদ্ভুত এই সমাজ!

---- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৭/৮/২০২৪

পঠিত : ৫৮ বার

মন্তব্য: ০