Alapon

আ.লীগ নিষিদ্ধে প্রয়োজন রাজনৈতিক সরকার



আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি বেশ জোরালো হচ্ছে। আমার মনে হয়, এই সিদ্ধান্তটা একটি রাজনৈতিক সরকার নিলে ভালো হয়। কারণ, একটি রাজনৈতিক দলই আরেকটাকে কুপোকাত করার রিস্ক নিতে পারে। অন্যরা নয়।

একটি অরাজনৈতিক সরকার কেন এই দায় নিতে যাবে? হুদাহুদি তাদের উপর চাপ না বাড়িয়ে, তাদের কাজ তাদেরকে করতে দিন। বর্তমান অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ভিন্ন মাত্রার। তারা নিজ যোগ্যতায় দেশের কাজে নিয়োজিত হয়েছেন। রাজনীতি করা তাদের কাজ নয়।

তাই, কোন রাজনৈতিক দলের সাথে লাগতে যাওয়াটা তাদের কোনক্রমেই সমীচীন হবে না।

বিএনপি যদি মনে করে যে, তারা পরবর্তী নির্বাচনে সরকার গঠন করতে পারবে, তাহলে এই সিদ্ধান্তের দায় তারাই তুলে নিক না। বর্তমান উপদেষ্টাদের কাঁধে বন্দুক রেখে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিলের কি দরকার!

পঠিত : ৮২ বার

মন্তব্য: ০