Alapon

দৈনিক সংগ্রাম

সত্যের সংগ্রামে নিবেদিত জাতীয় দৈনিক পত্রিকা"সংগ্রাম"বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত দৈনিক সংবাদপত্র।
বিগত সময়ে অবৈধ সরকার দৈনিক সংগ্রাম ও তার সুযোগ্য সম্পাদক আবুল আসাদ কে কোন সম্মান দেয় নি!শহীদ আবদুল কাদের মোল্লাকে শহীদ লেখার কারণে পত্রিকার সরকারি মিড়িয়া ভূক্তি বাতিল করে।যারা ফলে পত্রিকা বিগত সময়ে সরকারি কোন বিজ্ঞাপন পায়নি!বেসরকারি বিজ্ঞাপন ছিল সীমিত।

সময় এসেছে মাজলুম এই পত্রিকার পাশে দাঁড়ানোর।সর্বোচ্চ দামে এতদিন আমরা মাত্র ৮ পৃষ্ঠা পত্রিকার পাশে ছিলাম।আশা করি পাঠকরা পাশে থাকলে দৈনিক সংগ্রাম আগের রূপে ফিরতে পারবে ইনশাআল্লাহ।

জাতীয় দৈনিক "সংগ্রাম" পড়ুন,লিখুন ও বিজ্ঞাপন দিন।

Abdul Ohab Babul

#দৈনিকসংগ্রাম
#Dailysangran

পঠিত : ২০৩ বার

মন্তব্য: ১

২০২৪-০৯-০২ ০৫:৪৮

User
Md. Abdul Ohab Babul

দৈনিক সংগ্রাম এর সফলতা কামনা করি।

submit