Alapon

মধ্য রাত

মধ্য রাত
এস আখন্দ

মধ্য রাত, ঝিঁঝিঁ পোকার অসহ্য ডাক,
পুকুরের জলে পড়া চাঁদের আলো;
কনকনে হিমেল হাওয়া আর জ্যোৎস্না
আকাশের বুকে জ্বলা মিটিমিটি তারা;
উনুন জড়িয়ে শুয়ে থাকা বিড়াল ছানা,
বারান্দার পাশে দাঁড়িয়ে থাকা রজনীগন্ধা
আর এই গরীবের দুচালা ঘর জানে;
তোমাকে আমি কত ভালোবাসি ।
হৃদয়ের জমিন জুড়ে আবাদ করা জমি,
সে তো তুমি প্রিয়া সে তো শুধুই তুমি ।

পঠিত : ৭২ বার

মন্তব্য: ০