Alapon

আমার মনের সকল কালি

আমার মনের সকল কালি
প্রভূ মুছে দাও,
ক্ষমা করে তোমার নীড়ে
আপন করে নাও ।

তুমি ছাড়া কে আছে আর
করবে ক্ষমা হে পরওয়ার ।

তুমি মহান সৃষ্টি তামাম
সবই তোমার রব,
তোমার নামে পাখপাখালি
করে কলরব ।

তাইতো আমি নত শিরে
ধরি তোমার পাও,
আমার মনের সকল কালি
প্রভূ মুছে দাও ।

পঠিত : ৫৬ বার

মন্তব্য: ০