মা মনসার গান
তারিখঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ২২:০৭
জয় জয় জয় জয় মা মনসা ||
তোমার চরণে আমি থাকতে চাই
সদা হে রক্ষামাতা ||
কখনও যদি বিপদে পড়ি
বাঁচিও মাগো আমায় তুমি ||
তোমার চরণ ধরে কাঁদতে চাই
সদা হে রক্ষামাতা ||
তুমি একা আমার মা নও
তুমি এ জগতেরও মা ||
তুমি আমাদের ভালো রাখো
সদা হে রক্ষামাতা ||
জগৎ তোমার চরণেতে
আছে পড়ে মহানন্দেতে ||
এই জগৎ এত রমণীয়
সবই মায়ের আশীর্বাদে ||
---- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৮/৯/২০২৪
মন্তব্য: ০