Alapon

মব জাস্টিস এই মুহুর্তে থামান



ছাত্রদের আত্মত্যাগের বিনিময়ে পেলাম নতুন এক স্বাধীনতা। দেশে ফিরেছে গণতন্ত্র। ফিরেছে বাক স্বাধীনতা। ফিরেছে অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদের এক অনন্য ট্রেন্ড। সাথে যুক্ত হয়েছে রিভেঞ্জ মেন্টালিটি নিয়ে পাশবিক আচরণের "মব জাস্টিস"। এই মব জাস্টিসের পাশবিকতার শিকার হচ্ছে অনেক মানুষ। অকালে প্রাণ দিতে হচ্ছে তাদের। জানিনা কয়দিন এভাবে চলবে।

কিছুদিন আগে দেখলাম স্কুল কলেজে সংস্কারের নামে শিক্ষকদের সাথে কি পরিমান অমানবিক আচরণ করেছে ছাত্ররা। অপমানিত হয়ে এক শিক্ষক দেখলাম হার্ট এটাক করে মারা যান। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশেই বোধহয় প্রথম যারা সংস্কারের নামে শিক্ষককে অপমান করে, গায়ে হাত তুলে পদত্যাগ করিয়েছে! আর এইসব কাছে বাঙালি দেখতাম সাপোর্টও দিচ্ছে।

ভারতের কবি রবীন্দ্র নাথ বাংলাদেশকে উদ্দেশ্য করে একটা কথা বলেছিলেন "চাষা-ভুষার দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়।" ইদানিং ছাত্রদের এমন পাশবিক আচরণ দেখে আসলে এই কথার অপ্রাসঙ্গিকতা নিয়ে আমি নিজেই একটা ডিলেম্মাতে পড়ে গেলাম। আমরা আদতে কতটা শিক্ষিত? আর শিক্ষিত হওয়ার পাশাপাশি আমাদের মেন্টালিটিই বা কেমন!!!

তথা কথিত মেধাবীরা এক মানষিক ভারসাম্যহীনকে এভাবে পিটিয়ে মারলো। প্রথমে পিটিয়ে ডাল দিয়ে ভাত খাইয়ে পরে আবার পিটালো। পরে আবার ভাত খাওয়ালো। পরে আবার পিটাইলো!!! এরা কি মানুষ না পশু?

সেই হত্যাকারীর একজন ধরা খাওয়ার পরে বলে "আবেগে পিটাইসি"!! আহা আবেগ!!!

ক্ষমতার স্বাদ খুবই ভয়ানক। এই ক্ষমতার স্বাদ পেয়ে হাসিনা হয়ে উঠে স্বৈর শাসক। ক্ষমতা টিকিয়ে রাখতে চালায় জেনোসাইড। আর এবার ক্ষমতা গিয়েছে ছাত্রদের হাতে। তারাও পাচ্ছে ক্ষমতার স্বাদ। দেখাচ্ছে পাশবিকতা। চালু করেছে "মব জাস্টিসের" মতো পাশবিক ট্রেন্ড!!

আমি বুঝি না, শিক্ষা প্রতিষ্ঠান গুলো এখনো খুলে না কেন? প্রায়ভেট বিশ্ববিদ্যালয় গুলো কিন্তু এজ ইউজুয়াল ক্লাস কনটিনিউ করছে। প্রায়ভেটিয়ানরা আন্দোলন করলো। সবই করলো এরপর আবার ক্লাসে ফিরে গেলো। প্রায়ভেটিয়ানরা মেধাবী না তো। তাই তাদের গুরুত্ব নাই দেশে। গুগল, এমাজন, মাইক্রোসফটে ৯০% যায় প্রায়ভেট থাইকা। গুগল করেন, লিস্ট পেয়ে যাবেন সাথে ভার্সিটির নামও পাবেন। এইসব অবশ্য গুনার টাইম নাই। বিসিএস তো আর যায় না। বিসিএসে যায় মেধাবিরা।

আর দেশের তথাকথিত এসব মেধাবীরা দেশ সংস্কারের নামে ত্রানের টাকার গরমিল করলো, মব জাস্টিসের নামে পাশবিকতা চালাইলো, শিক্ষকদের হেনস্তায় ভূমিকা ইত্যাদি ইত্যাদি।

দেশের সরকারি স্যাক্টরের দুর্নীতি ওসব মেধাবীরাই করে, যারা বর্তমানে দেশ সংস্কার করে বেড়াচ্ছে আর দুর্নীতির বিরুদ্ধে কথিত বুলি আওরাচ্ছে। আমি বলবো আর বিলম্ব না করে বিশ্ববিদ্যালয় গুলো খুলে দিন।

আর মব জাস্টিস নামের এই পাশবিকতা এই মুহুর্তে বন্ধ করুন। আর বিলম্ব নয়!

পঠিত : ৮৭ বার

মন্তব্য: ০