লাল বসন্তের ছাত্র সেনা-কবিতা
তারিখঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩০
লাল বসন্তের ছাত্র সেনা
মো. আমিন
বসন্ত এসেছে, চারদিকে কত ফুল
বাতাসে তাঁরা দোলায় মাথা, ধরিয়া বৃক্ষের মূল।
চারদিকে কোলাহল, সাথে পাখিদের মিষ্টি ধ্বনি
একটু থামুন! দৃশ্যগুলো মনে হয় চেনা অতি অতি।
নাহ্! এই বসন্ত ভরা ফুল, পাখি কিংবা শান্ত সমিরের না!
এ এক ভিন্ন প্রেক্ষাপট-
এই বসন্তের নাম জানো কি তুমি? জুলাই নাম তার
আকাশ-পাতাল ছেদ করিয়া, চলে সে নিগড় ধরিয়া।
হ্যাঁ এটি সেই বসন্ত, যে বসন্ত ইতিহাসের পাতায় নতুন
এটি সেই বসন্ত, যে বসন্ত আত্মচিৎকার করে কেঁপে উঠে।
বজ্রকণ্ঠে সে মেতে উঠে, ধারণ করে রক্তাক্ত রূপ
এই বসন্ত স্বাধীনতার বসন্ত, চারদিক করে তোলে কোলাহল।
এই বসন্তের সোনালী নায়ক, একটি তারুণ্যের ছাত্রদল,
ছুটে তাঁরা নিঃচুপ, ছুটে দলা-দল।
একহাতে কলম তাহাদের, মুখে বিদ্রোহী বাণী
মাতৃভূমি কে আজ বাঁচাতেই হবে, জড়াতে হবে গ্লানি।
জেগেছেরে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে ;
লেগেছেরে লেগেছে, রক্তে আগুন লেগেছে।
ডেকেছেরে ডেকেছে, তারুণ্য আমায় আজ ডেকেছে;
আজ আমার সুপ্ত বিবেক ডেকেছে, তাই আজ রক্তে আগুন লেগেছে।
আর নয় অবহেলা, মাঠে লেগেছে ছাত্র সমাজের মেলা
ভয় নাহি আজ, সিনা টান করে চলি হাতে হাতে।
ছাত্র সমাজকে খেপিয়েছে তারা, যারা করেছে স্বৈরাচার কে খাঁড়া
থাকবে না আর তারা, পায়ে পিষিয়ে দিব; মাথার তাজ করব ছাড়া।
আজ মুগ্ধ নেই, নেই আবু সাইদ ; থামা যাবে না আর
হিসেব নিতেই হবে- 'কেনো মারছে তারা আমার ভাইকে দৈনিক'।
ঢাকায় আসো জনতা, এবার তোমায় ছাড়তেই হবে ক্ষমতা;
ডাকা হয়েছে যে, ঐতিহাসিক 'লং মার্চ টু ঢাকা'র ডাক।
অবশেষে ওঠেছে আজ নতুন সূর্য, এই সূর্য প্রতিদিনের
মতো নয়, এটা '২৪-এর স্বাধীনতার লাল সূর্য।
তাই তো, ৩৫শে জুলাই থাকবে ইতিহাসের সোনালী পাতায়
লাল বসন্তের বীর নায়ক ছাত্র সমাজ কে জরিয়ে।
মন্তব্য: ১