Alapon

অশান্ত পাহাড় ও অনু ভাবনা

পাহাড় অশান্ত করে স্লোগান তুলছেন পাহাড়িরা নিরাপদ নই।কেন,
আপনারা নিজেদের পরিচয় ভুলে যাচ্ছেন?
মনে রাখবেন আপনারাও স্বাধীন বাংলাদেশের নাগরিক। আপনাদের নিজস্ব পরিচয় বাংলাদেশী।
এই সবুজ ভূখন্ডে আমাদের পরিচয় বাংলাদেশী।
আমাদের ধর্মে, সংস্কৃতিতে,ভাষায়,অধিকারে,এবং স্বাধীনতায় যারা আগ্রাসন চালাতে আসবে তাদের পরিণতি কি হবে ভেবেচিন্তে দেখবেন।
মনে রাখবেন,এদেশের মানুষ দেশের স্বার্থে আপোষহীন চেতনা লালন করে। ধর্মে, বর্ণে,মতে ভিন্ন হলেও দেশের প্রশ্নে অভিন্ন আমরা।
ইতিহাসে পড়েছি,অত্যাচারী লক্ষ্মণ সেন রাজা শাসন করে টিকতে পারেনি,ইংরেজরাও পালিয়ে গেছে, পাকিস্তানও হার মেনেছে।
আর চব্বিশে ত নিজেই দেখলাম ফ্যাসিবাদী শেষ হাসিনা কিভাবে লেজ গুটিয়ে পালালো!
লাউড এন্ড ক্লিয়ার...

পঠিত : ৩৯ বার

মন্তব্য: ০