ঐক্যের ডাক
তারিখঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ১৪:১৯
ঐক্যের ডাক
মোঃ জয়নাল
--------------------
আকাশের ঐ মেঘ ডাকে,
ডাকে বসন্তের কোকিল।
মন দিয়ে শুনো যদি,
বুঝবে ঐক্যের শ্রুতি।
সূর্য দেয় ঐক্যের ডাক,
চন্দ্রও দেয় উকি,
আমি দিলে কেন
এত ফতুয়া বাজি???
শিয়াল-কুকুর দেয় ডাক,
তাদের মাঝে মিল।
ময়না-কোকিল দিলে ডাক
কেন এত অমিল??
বিবেদ ছিল,আছে,
ভবিষ্যতেও থাকবে।
তাই বলে কি
এখনো তোমারা মারামারি করবে???
আমি তো ভাই সরল মানুষ
বলি একখান কথা!
বিভেদ-টিভেদ বাদ দিয়ে
ধরো ঐক্যের ছাতা।☂️
মন্তব্য: ০