Alapon

চক্রান্ত মেনে নেওয়া হবে না

যারা আমাদের ভালবাসার তাকবীর ধ্বনিকে উসকে দিয়ে ক্যাম্পাসের (ইসলামী বিশ্ববিদ্যালয়ের) স্বাভাবিক পরিস্থিতিকে উত্তপ্ত করতে চেয়েছিল, শাহবাগের রক্ত মিশে থাকা সেই সকল মানুষেরা দেখুক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা শুধুমাত্র তাকবীর ধনী নয় বরং ইসলাম পালন করার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতি ইঞ্চি মাটিতে পবিত্র করতে চায়। দীর্ঘদিন জুলুমের পাপে যে জমিন কুলসিত হয়েছে, আমরা মহান রবের আনুগত্য করার মধ্য দিয়ে সেই পাপের কাফফারা আদায় করতে চাই।

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে চক্রান্ত করা হয়েছিল সেই চক্রান্ত রুখে দিয়ে রক্তের বিনিময়ে আমরা বিশ্ববিদ্যালয় পেয়েছি। কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইসলামকে ধরে রাখার জন্য আবারো জীবন দিতে হয়েছে একাধিক শিক্ষার্থীকে আর এখনো নিখোঁজ রয়েছেন দুই ভাই। এক শ্রেণীর মানুষ বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনা থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, আমরা তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে জানে, নামাজের আযান হলে সমগ্র ক্যাম্পাসকে মসজিদ বানাতে পারে।

আবার যদি বিশ্ববিদ্যালয়কে নিয়ে চক্রান্ত করা হয় তবে এই মুক্তিকামী ছাত্র জনতা সকল চক্রান্তের মোকাবেলা করবে ইনশাআল্লাহ।

— মোঃ আব্দুল মজিদ মারুফ
বিভাগ: আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ

পঠিত : ৪৭ বার

মন্তব্য: ০