Alapon

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৪ তম ভিসি নিয়োগ

স্বাধীনতা পরবর্তী প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও জুলাই বিপ্লব পরবর্তী দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয়টি ভিসি বিহীন ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বেশ কিছু বিশ্ববিদ্যালয় ভিসি পেলেও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেটি হয়ে ওঠেনি। এর ফলশ্রুতিতে গত এক সপ্তাহ যাবত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আন্দোলন এবং ব্লকেড কর্মসূচি পালন করেছে। তীব্র আন্দোলনের পর আজ ২৩ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেওয়া হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৪ তম ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক প্রফেসর ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ। জানা যায়, তিনি ঢাকা আলিয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। ড. নকিব মো. নসরুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ১৯৮৯ সালে স্নাতক ও ১৯৯০ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়া তিনি অস্ট্রোলিয়ার ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রী সম্পন্ন করেছেন।

তিনি ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষকতার দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেন। সে সময় তিনি অতিরিক্ত প্রশাসনিক দায়িত্ব হিসেবে ২১.৪.২০০৩-১.৩.২০০৩ পর্যন্ত প্রক্টর ও ১.৭.২০০২-১৯.১০.২০০২ পর্যন্ত সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট ছিলেন। এই বিশ্ববিদ্যালয়ে সুদীর্ঘ ১২ বছর অধ্যাপনা করেন।

এছাড়াও তিনি স্টেট ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, বিইউপি, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সহায়ক অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ছিলেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক প্রফেসর ড. আ. ব. ম. সাইফুল ইসলাম সিদ্দিকী বলেন “ড. নকিব মো. নসরুল্লাহ জাতীয় ও আন্তর্জাতিক আইন সম্পর্কিত জার্নাল ও বইগুলোতে ৩৫ টিরও বেশি গবেষণা নিবন্ধ ও বইয়ের অধ্যায় রচনা করেন।”

সেই সাথে ফেসবুক পোস্টে তিনি আরো সংযুক্ত করে বলেন “তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়কে তার মূল চেতনায় পরিচালনা করবেন এবং বিশ্ববিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনবেন তার কাছে দেশবাসীর এটাই প্রত্যাশা।”

মোঃ আব্দুল মজিদ মারুফ
আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়

পঠিত : ৬৭ বার

মন্তব্য: ০