Alapon

ভাবনাকে ভাষা দিতে হবে


হাসনাত আব্দুল্লাহ, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসাবে নেতৃত্ব দিয়েছিলেন তার ২০২১ সালের একটা পোস্ট চোখের সামনে পড়লো। যেখানে তিনি তৎকালীন সময়ের সুশীল সমাজের বেশ পর্যালোচনা করে সাহসের সাথে অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছেন। কমেন্টে অনেকে বলছে যে এভাবে বলবেন না, আগামীতে চাকুরী হবে না, ক্যাম্পাসে আসতে দিবে না ইত্যাদি। তবে তিনি নিজ জায়গায় অনড়। তার সেই পোস্টের কমেন্টে নিজে লিখেছেন,
“ভাবনাকে ভাষা দিতে হবে। সেটা যেভাবেই হোক। নিজের কাছে দাসত্ব সবচেয়ে বড় দাসত্ব।সেটার উর্ধ্বে যেতে হবে।”

ভাইয়ের কথাটি ভালো লেগেছে। দাসত্ব পরিহার করতে হবে। দাসত্ব ছাড়তে না পারলে মনেও শান্তি আসে না, কোনো বিজয় আসে না।

তিনি কথায় ও কাজে সাহসিকতা দেখিয়েছেন। আমি মনে করে
আমাদের এখনো সব ধরনের চাটাচাটি পরিহার করা উচিৎ... সময় এসেছে সকল অন্যায়কে রুখে দেওয়ার। যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ গড়ে তুলুন। সাহসের সাথে ন্যায়ের পক্ষে কথা বলতে হবে।

— আব্দুল মজিদ মারুফ

পঠিত : ৭৫ বার

মন্তব্য: ০