কিফল এর তাওবা
তারিখঃ ২৪ অক্টোবর, ২০২৪, ১৪:৫২
সাইয়িদুনা হজরত ইবনু উমর (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসুলে কারিম (সা
বলেন : বনি ইসরাইলে কিফল নামে এক ব্যক্তি ছিল। গুনাহের এমন কোনো প্রকার নেই—যা সে করেনি। যত গুনাহই করুক, গুনাহ করার পর তার মনে কোনো চিন্তার উদ্রেক হত না, কোনোরকম লজ্জিত ও অনুতপ্ত হত না। এক হতদরিদ্র নিঃস্ব মহিলা অভাবের তাড়নায় একদিন তার কাছে আসল, কিছু অর্থের তার খুবই প্রয়োজন ছিল। কিফল তাকে ষাট দিনার দিলো তার খাহেশ পূরণের শর্তে। যখন কিফল তার খাহেশ পূরণের জন্য মহিলার ওপর উঠে বসল—যেভাবে কোনো স্বামী তার স্ত্রীর সাথে সহবাস করার জন্য বসে, তখন মহিলাটি আল্লাহর ভয়ে কাঁপতে লাগল এবং কাঁদতে শুরু করল।
কিফল তাকে জিজ্ঞেস করল : কী হয়েছে তোমার? কাঁদছ কেন? আমি কোনো জবরদস্তি করছি তোমার ওপর? মহিলাটি বলল : আপনি জবরদস্তি তো করেননি, তবে আমি ইতোপূর্বে এমন ঘৃণ্য কাজ করিনি, আজ অভাবের তাড়না আমাকে এতটাই অপারগ করে দিয়েছে—এমন কাজে আমি বাধ্য হচ্ছি (যা আল্লাহর এক বড়ো নাফরমানি, আল্লাহ তাআলার কাছে কোন মুখ নিয়ে উপস্থিত হব? কথাটি কিফলের মনে দাগ কাটল), সে বলল : তুমি তোমার গুনাহের জন্য কাঁপছ, অথচ তুমি এই গুনাহের কাজ ইতোপূর্বে কখনোই করোনি (অথচ আমার গোটা জীবনটাই আল্লাহর নাফরমানিতে অতিক্রান্ত হয়েছে, আল্লাহ তাআলার সামনে জবাব দেওয়ার চিন্তা পর্যন্ত আসেনি)। অতঃপর সে মহিলাকে বলল : তুমি যাও, আর এইসব দিনারগুলোও নিয়ে যাও। আজকের পর কিফল আর কখনো আল্লাহর নাফরমানি করবে না। সে রাতেই কিফল মৃত্যুবরণ করল, সকালবেলা তার ঘরের দরজায় লেখা দেখা গেল : আল্লাহ তাআলা কিফলকে ক্ষমা করে দিয়েছেন।
(মুসনাদ আহমাদ : ৬/৩৩৪-৩৩৬, সুনানুত তিরমিজি : ২৪৯৬, কিতাবুত তাওয়াবিনে উল্লিখিত)
মন্তব্য: ১