Alapon

কিফল এর তাওবা



সাইয়িদুনা হজরত ইবনু উমর (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসুলে কারিম (সাsmile বলেন : ‎বনি ইসরাইলে কিফল নামে এক ব্যক্তি ছিল। গুনাহের এমন কোনো প্রকার নেই—যা সে করেনি। ‎যত গুনাহই করুক, গুনাহ করার পর তার মনে কোনো চিন্তার উদ্রেক হত না, কোনোরকম ‎লজ্জিত ও অনুতপ্ত হত না। এক হতদরিদ্র নিঃস্ব মহিলা অভাবের তাড়নায় একদিন তার কাছে ‎আসল, কিছু অর্থের তার খুবই প্রয়োজন ছিল। কিফল তাকে ষাট দিনার দিলো তার খাহেশ পূরণের ‎শর্তে। যখন কিফল তার খাহেশ পূরণের জন্য মহিলার ওপর উঠে বসল—যেভাবে কোনো স্বামী ‎তার স্ত্রীর সাথে সহবাস করার জন্য বসে, তখন মহিলাটি আল্লাহর ভয়ে কাঁপতে লাগল এবং ‎কাঁদতে শুরু করল।

কিফল তাকে জিজ্ঞেস করল : কী হয়েছে তোমার? কাঁদছ কেন? আমি কোনো জবরদস্তি করছি ‎তোমার ওপর? মহিলাটি বলল : আপনি জবরদস্তি তো করেননি, তবে আমি ইতোপূর্বে এমন ঘৃণ্য ‎কাজ করিনি, আজ অভাবের তাড়না আমাকে এতটাই অপারগ করে দিয়েছে—এমন কাজে আমি ‎বাধ্য হচ্ছি (যা আল্লাহর এক বড়ো নাফরমানি, আল্লাহ তাআলার কাছে কোন মুখ নিয়ে উপস্থিত ‎হব? কথাটি কিফলের মনে দাগ কাটল), সে বলল : তুমি তোমার গুনাহের জন্য কাঁপছ, অথচ ‎তুমি এই গুনাহের কাজ ইতোপূর্বে কখনোই করোনি (অথচ আমার গোটা জীবনটাই আল্লাহর ‎নাফরমানিতে অতিক্রান্ত হয়েছে, আল্লাহ তাআলার সামনে জবাব দেওয়ার চিন্তা পর্যন্ত আসেনি)। ‎অতঃপর সে মহিলাকে বলল : তুমি যাও, আর এইসব দিনারগুলোও নিয়ে যাও। আজকের পর ‎কিফল আর কখনো আল্লাহর নাফরমানি করবে না। সে রাতেই কিফল মৃত্যুবরণ করল, ‎সকালবেলা তার ঘরের দরজায় লেখা দেখা গেল : আল্লাহ তাআলা কিফলকে ক্ষমা করে দিয়েছেন। ‎

‎(মুসনাদ আহমাদ : ৬/৩৩৪-৩৩৬, সুনানুত তিরমিজি : ২৪৯৬, কিতাবুত তাওয়াবিনে ‎উল্লিখিত)‎

পঠিত : ১১১ বার

মন্তব্য: ১

২০২৪-১২-০২ ২৩:৫৮

User
সামিউল ইসলাম বাবু

মুসলমানদের যা জানা প্রয়োজন এমন সব বিষয় আপনার পোস্টে আশা করছি।

শুভেচ্ছা জানবেন ভাই।

submit