Alapon

গল্পো (ঘটনা কিন্তু সত্য)

ঘটনা কিন্তু সত্য !

একজন শিক্ষক তার ছাত্রকে পড়া না পারায় হালকা প্রহার করেছে।
এতেই ছাত্রের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
সে মনে মনে চিন্তা করেছে তার বাবা কে বিষয়টি বলবে যাতে শিক্ষক শায়েস্তা হয়।
সে কাঁদতে কাঁদতে বাড়িতে রওনা দিল।
এবং তার বাবাকে মাঠ থেকে গরু নিয়ে পাচন (লাঠি) হাতে আসতে দেখলো।
সে কাঁদতে কাঁদতে তার বাবার সামনে দাঁড়িয়ে ঘটনা বললো।
তার বাবা তো রেগে আগুন। 
চ (চলো) তোর মাষ্টার কেমন লেখাপড়া যানে দেখে আসি। 
স্কুলে রওনা এবং নাংলা পাচন (গরু মারা লাঠি) হাতে শিক্ষক কে জিজ্ঞাসা করলেন আমার ছেলে কে মারছেন কেন? 
শিক্ষক জবাব দিলেন আপনার ছেলে পড়া পারে না । 
আমার ছেলে পারেনা ঠিক আছে, আপনি পারেন?
শিক্ষক নিশ্চুপ ! 
এবার তিনি হাতের পাচন (লাঠি) টি মাটির সাথে চেপে ধরে আঁকা বাঁকা দাগ টানলেন ।
শিক্ষক কে জিজ্ঞাসা করলেন
এটা কি বলেন?
শিক্ষক ভদ্র ভাবে বললেন এটা বক্ররেখা।
তিনি আরো রেগে গিয়ে বললেন 
আপনি গরুর চুনাকে (প্রশাব) কে বক্ররেখা বানাচ্ছেন! 
(যাদের গ্রামে বাড়ি  তারা বুঝতে পারবেন যখন গরু মাঠে নিয়ে যায় তখন গরুর প্রস্রাবের চিহ্ন থাকে দেখতে প্রায় বক্ররেখার সদৃশ) 
শিক্ষক নাংলা পাচন দেখে বললেন 
জ্বি গরুর চুনা !
তাই হাতে নাংলা পাচন (ক্ষমতা) থাকলে
বক্ররেখা কে গরুর চুনা বানানো যায় !

copy post

পঠিত : ৮৩৬ বার

মন্তব্য: ০