Alapon

ঘুমানোর পূর্বে করণীয়


আধুনিক যুগের কল্যাণে আমরা বেশ কিছু অপ্রয়োজনীয় কাজে জড়িয়ে পড়ছি। নষ্ট হচ্ছে অনেক সময়। হারিয়ে যাচ্ছে অনেক ছোট ছোট সুন্নাত ও ছোট ছোট আমল।

মনে পড়ে যায় সেই সতর্ককারী হাদিসের কথা। "এমন এক সময় আসবে যখন হাতে আংগার রাখা অপেক্ষাও ইমানের উপর টিকে থাকা কঠিন হয়ে যাবে।"

ঠিক এরকমই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি আমরা।

আসুন ছোট ছোট আমল ও সুন্নত ব্যক্তিগত জীবনে আমলের অভ্যাস গড়ে তুলি।

নিচে ঘুমানোর পূর্বে করণীয় ১০টি আমল দেওয়া হলোঃ

১.ঘুমানোর পূর্বে ওযু করে নেয়া।
২.শয়ন অবস্থায় সূরা ফালাক,নাস,ইখলাস তিনবার করে পাঠ
করা।
৩.আয়াতুল কুরসি পাঠ করা।
৪.ঘুমানোর পূর্বে বিছানা ভালভাবে ঝেড়ে নেয়া।
৫.সূরা বাক্বারার শেষ দুই অায়াত পাঠ করা।
৬.ঘুমানোর পূর্বে নির্দিষ্ট দোয়া পাঠ করা।
৭.ডান কাত হয়ে ঘুমানো।
৮.তাসবি পাঠ করা।
৯.সূরা মূলক পাঠ করা।
১০.রাতে ১০০ আয়াত পাঠ করা।

★১০০ আয়াতঃ সূরা ফালাক,নাস ও ইখলাস তিনবার পাঠ
করলে ৫৫ আয়াত এবং সূরা মূলক ৩০ আয়াত অর্থাৎ মোট ৮৫
আয়াত হয়ে গেল বাকি ১৫ আয়াত যে কোন সূরা থেকে পাঠ
করে দিলে হয়ে যাবে★

আল্লাহ তায়ালা আমাদের সকল প্রচেষ্টাকে তার দ্বীনের জন্য কবুল করুণ। আমিন


পঠিত : ৬৯ বার

মন্তব্য: ০