Alapon

পানি



পৃথিবীর ৯৭% পানিই সাগরে থাকে এবং তা লবণাক্ত পানি,যা এই ছবির বড় নীল বৃত্ত হিসেবে দেখানো হয়েছে.। বাকী যে মিঠা পানি রয়েছে তা মাঝারি আকারের বৃত্তে রয়েছে, যা মূলতঃ তুষারস্তূপ এবং গভীর ভূগর্ভে আটকে থাকে.। আমাদের পানের জন্য একমাত্র পানি হলো এই ছবির সর্ষে দানার মতো অতি ক্ষুদ্র নীল অংশ।

যদিও হিসাব কিছুটা পরিবর্তিত হতে পারে, তবে বেশিরভাগ বিজ্ঞানী মনে করেন পৃথিবীর মোট পানির মাত্র ০.৯% পানযোগ্য।যা পৃথিবীর আট বিলিয়ন মানুষের দৈনন্দিন তৃষ্ণা মেটায়।
(পৃথিবীর ৯৭%লবনাক্ত,২%হিমবাহ্%,০.৩৯নদী খাল বিল ও বিভিন্ন লেকে,০.৫০%ভূর্গস্ত, ০.৯%বৃষ্টি)
কিন্তু দূর্ভাগ্য,পৃথিবীর সবাই সমভাবে এই পানিটুকু পায়না.। ফলে শুধুমাত্র এক পাত্র পানির জন্য অনেক মানুষকে মাইলের পর মাইল হাঁটতে হয়।

আজ ভোরে ঘুম থেকে জেগে যদি আপনার সামনে এক পাত্র পান করার পানি থাকে, তবে শুধু এই কারণেই আপনি মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবেন।কারণ আপনি এই পৃথিবীর ভাগ্যবানদের একজন।
আলহামদুলিল্লাহ.!আলহামদুলিল্লাহ!!

পঠিত : ৪৬ বার

মন্তব্য: ০