হারপিক মজুমদার
তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৪, ১১:২৬
মাকসুদা আক্তার প্রিয়তি। ২০২০ সালের দিকে এই মহীয়সী নারীর জন্যই নিঝুম মজুমদার হারপিক খেতে চেয়েছিল, তারপর থেকে শুরু হয় নিঝুম মজুমদারের নাম হারপিক মজুমদার।
মাকসুদা আক্তার প্রিয়তি একজন বাংলাদেশি বংশোদ্ভূত আইরিশ মডেল যিনি ২০১৪ সালে মিস আয়ারল্যান্ড খেতাব জয় করেছিলেন। তিনি ৭৪ তম কান উৎসবে টপ মডেল খেতাব জয়ে করেছিলেন। তিনি একজন লাইসেন্সপ্রাপ্ত বৈমানিক। আইরিশ জাতীয় ফ্লাইট সেন্টার থেকে তিনি বিমান চালনার প্রশিক্ষণ লাভ করেন। তিনি আইরিশ টেলিভিশন ও ফিল্ম একাডেমির একজন সদস্য। তিনি ১৯৯১ সালের ৭ আগস্ট মাসে ঢাকায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি বাংলাদেশ METOO আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। উইকিপিডিয়া থেকে।
ঝাড়ু মজুমদার ওরফে নিঝুম মজুমদার একজন অনলাইন একটিভিস্ট। এখন বর্তমানে দেশের বাহিরে অবস্থান করছেন।
অনলাইনে যতগুলো টকশো দেখেছি সবগুলোতে বেশ চিৎকার চ্যাঁচামেচি করে থাকেন।
মন্তব্য: ০