Alapon

ফেসবুকে কাদেরকে বন্ধু বানাবেন



ফেসবুকে কাদের বন্ধু বানাবেন?

১- যাদের থেকে শিখতে পারবেন, তাদেরকে অবশ্যই বন্ধু বানাবেন। (সুরা নাহাল ১৬/৪৩; বুখারী হা/৭৫৭;৮৯৩;১৩৮৫)

২- যাদেরকে শিখাতে পারবেন, তাদেরকে সাথে রাখাবেন। (সূরা যারিয়াত ৫১/৫৫)

কারণ, হাদীস অনুসারে ‘দুনিয়া অভিশপ্ত ও তাতে যা আছে তাও অভিশপ্ত, তবে যদি আল্লাহর স্মরণ ও তার সাথে সম্পৃক্ত অথবা আলেম বা তালেবে ইলম হয়। (সুনান ইবনু মাযাহ হা/৩৩৩৬)

৩- যাদের সাথে থাকলে ঈমান বাড়বে। (সুরা তাওবা : ৯/১২৪-১২৫, সুরা আহযাব : ৩৩/২২; সুরা কাহফ :১৮/ ১৩)

৪- যাদের সাথে থাকলে আখেরাতে আপনার কাজে লাগবে বলে আপনার বিশ্বাস হবে।
(সুরা মায়েদা ৫/৫৫; সুরা ফাতাহ ৪৮/২৯; সুরা হাসর ৫৯/১০)

কাদেরকে সাথে না রাখা দরকার?

১- যারা নিজেরা আলেম নয় অথচ আলেমদের পিছনে লেগে থাকে। (সুরা বাকারাহ ২/১১-১২)

২- যারা আপনার চেয়ে অজ্ঞ, অথচ আপনাকে শিখাতে চায়। (বুখারী ১০০, মুসলিম ২৬৭৩; মিসকাত হা/২০৬)

৩- যারা আপনার সাধারণ দোষ ত্রুটিকে বড় করে দেখাতে পছন্দ করে। (সুরা হুমাযাহ ১)

৪- যারা আপনার সাথে ফিকহী বিষয় অথবা মত পার্থক্যের স্থানে আপনার জন্য ওযর দেখে না। (সুরা নাহাল ১৬/১০৬)

৫- যারা বিদ‘আতের দিকে আহ্বানকারী; অর্থাৎ আকীদার মৌলিক বিষয়ে আপনার কথা শুনার মত কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন না। (মিশকাত হা/১৪৭)

৬- যারা মিথ্যা সংবাদ পরিবেশন করতে দ্বিধা করে না।। (সুরা হুজুরাত ৪৯/৬)

৭- যারা কোনো শাইখের ভালোবাসায় অন্ধ। (সুনানুল কুবরা বায়হাকী হা/২১৩৬)

৮- যারা দলের অনুসরণে অন্ধ। (সুরা রুম ৩০/৩০-৩১)

৯- যারা আপনার কাছে অন্য আলেমের গীবত করে বেড়ায়। (সুরা হুজুরাত ৪৯/১২)

১০- যারা ক্রস-ফতোয়া তালাশ করে বেড়ায়। (সুরা কাসাস ২৮/৫০ সুরা ফুরকান ২৫/৪৩)

সংযুক্ত :
১১- যারা অনার্থক ইসলামের সমালোচনা করে। নাস্তিক এবং খ্রীষ্টান মিশনারি (সূরা আনআম ৬/৬৮ ; সুরা নিসা ১৪০)

১২- সাধারণ মুসলিমদের জন্য ভ্রান্ত ফিরকার অনুসারিদের যেমন শিয়া, মুতাজিলা, খারেজি, কাদিয়ানী, হিজবুত তাওহিদ, আহলে কুরআন এদের কে বন্ধু না বানানো। (সুরা আনাম ৬/১৫৩; ১৫৯; সুরা নিসা ৪/৫৯-৬৩)

১৩- পুরুষদের জন্য অপ্রয়োজনীয় নারী বন্ধু বানানো। এবং নারীদের জন্য অপ্রয়োজনীয় পুরুষ বন্ধু বানানো থেকে দুরে থাকতে হবে। (সুরা বাণীইসাঈল ১৭/৩২; সুরা নুর ২৪/১৯; সুনান তিরমিজি হা/১১৭১; মিশকাত হা/১৩১৮)

পঠিত : ৬৭ বার

মন্তব্য: ০