বুক রিভিউ
তারিখঃ ১৭ নভেম্বর, ২০২৪, ১২:০০
আমার সবচেয়ে প্রিয় লেখক ড.আহসান হাবীব ইমরোজ। যার লেখা বই পড়ে পুলকিত হয়েছি। সবচেয়ে মনযোগদিয়ে পড়া বইগুলোর মধ্যে অন্যতম হলো
মোরা বড় হতে চাই
এখানে আলোচ্য বই
বিশ্ব মাঝে শীর্ষ হব।
লেখকঃ
Rafiqul Islam
আলোচনাঃ
বোকা লেখক (ড. আহসান হাবীব ইমরোজ) সম্পর্কে দুটি কথা
তুমুল জনপ্রিয় লেখক ড. আহসান হাবীব ইমরোজ যিনি নিজেকে বোকা লেখক বলে পরিচয় দিয়েছেন “বিশ্ব মাঝে শীর্ষ হব” বইয়ে।
বোকা লেখকের সাথে প্রথম পরিচয় হয় তার বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়া ব্যাপক জনপ্রিয় এবং অসংখ্য তরুণদের আকাশ ছোঁয়া স্বপ্ন জাগ্রতকারী, ঘুম ভাঙানি বই “মোরা বড় হতে চাই” এর মাধ্যমে। কৈশরেই বইটি এত বেশি ভাল লেগেছিল যে, বারবার মন থেকে চাইতাম যদি লেখককে দুনয়নে একটু দেখতে পারতাম।হ্যাঁ, উনাকে সত্যিই সরাসরি পেয়েছিলাম ২০১৩ সালের ৪০-৫০ মিনিটের বক্তৃতায়। শুরুতেই এত বেশি মুগ্ধতা জন্মেছিলো যে তৃষিত হৃদয়ে সাথে সাথে নোট ও রেকর্ড করেছিলাম। উনার বক্তব্যের চুম্বাকাংশ ছিলো একদম আত্মস্থ যা পরবর্তিতে হুবহু অনেক তরুনকে শোনাবার চেষ্টা করেছি।
উনার বক্তব্য এবং লিখনির শব্দচয়ন খুব অসাধারণ লাগে।কারণ, উনার শব্দচয়ন গুলো সবসময়ই সিম্পল ও স্মার্ট (ফ্রম মাই পয়েন্ট ওব ভিউ)। মাঝে মাঝেই ভাবি এত সহজ ও স্মার্ট শব্দচয়ন কি করে সম্ভব!(অবশ্যই বাড়িয়ে বলছিনা, আমার হৃদয় এটাই বলে)। প্রায় ২০ বছর আগের লিখা “মোরা বড় হতে চাই”, ২০১৩ সালের প্রথম শোনা বক্তৃতা, পরবর্তিতে শোনা আরো কিছু বক্তৃতা, সর্বশেষ আমার হাতে পোঁছা “বিশ্ব মাঝে শীর্ষ হব” বই, এ সবকিছুর সারমর্ম একই সুতোই গাঁথা বলেই আমার মনে হয়।
বোকা লেখকের লিখা বা বক্তৃতার টপিক: তরুণ সমাজ, তরুনদের পড়াশুনা, সময়ের সদ্ব্যবহার, নরম বিছানা ছেড়ে শক্ত মাটিতে পা রাখা, ফ্যামিলি, প্রতিবন্ধী, বা শত প্রতিকুলতাকে হারিয়ে সফল হওয়া মানুষ গুলো। উনার লেখায় বারবার ফুটে উঠে কিভাবে জাগতিক একটি বিষয়কে পরকাল বা ইসলামের সাথে লিংক করা যায়, যেকোন ধর্মের, বর্ণের বা আস্তিক, নাস্তিকের কোন কথা, কাজ, থেকে নির্জাস নিয়ে কিভাবে মুসলিমরা নিজেদের দূর্বলতা চিহ্নিত করতে পারে, এগিয়ে নিতে পারে নিজেদের, মুসলিমরা কত যোগ্য ছিল, আজ তাদের কি অবস্থা এরকম আরো নানাবিধ।
উনার কথা গুলো শোনা বা পড়ার পরে দুটি বিষয় মাথায় আসে
১। মাছি নয় মৌমাছি হও
২। শুধুমাত্র বই ও মানুষের জীবনেই আছে “পৃথিবী থেকে বিদায় নেবার পূর্বে একটু পদচিহ্ন রাখার, নিজেকে মেলে ধরার, সফল জীবন গড়ার মন্ত্র”।
মাঝে মাঝেই ভাবি এই বোকা লেখকের মত করে একটু বক্তৃতা দেয়া শিখতে, উনার সাথে একটু কাজ করতে।কিন্তু বাধ সাধে আমার সাগরসম অলসতা। সোস্যাল মিডিয়ার কল্যানে আমার চোখে যা পড়ে তাতে মনে হয় উনি নিজেকে উনি বোকা বলে পরিচয় দিলেও ব্যপক পরিশ্রমী। আর আমি বিশিষ্ট বোকা হওয়া স্বত্বেও শুধু পরিশমী নয় বলেই উনার সাথে তালমেলানো সম্ভব নয়, তাই দূরে থাকাই কল্যানকর। একজন বিশিষ্ট বোকা ও মহা অলস হয়ে বুক রিভিউ লিখা সম্ভব নয়। তাই বিরত রইলাম।
মহান রব বোকা লেখকের পরিশ্রম কবুল করুন। (আমিন)
মন্তব্য: ০