ব্যতিক্রমী উদ্যোগের জন্য ধন্যবাদ স্বপ্ন
তারিখঃ ১৮ নভেম্বর, ২০২৪, ২০:৫২
আমরা বাঙালি পকেটে টাকা না থাকলেও মনে লজ্জার কোন অভাব নেই। বাজারে গেলে অল্প জিনিস কিনলে প্রেসটিজ থাকে না। আবার দোকানিরাও করে ক্রিটিসাইজ। অথচ, ছোট পরিবারে এতো কিছু লাগে না। অল্প হলেও চলে। সু- পরা ইন করা হলে তো কথাই নেই। স্যার স্যার করে উল্টায়ে পড়ে। এক কেজী চাইলে ৩কেজি ঢুকায়ে দেয়।
স্বপ্ন সুপার শপের ২০০ গ্রাম মাংস ও আলুর এই অফারটা সুন্দর একটা উদ্যোগ। এজন্য ধন্যবাদ স্বপ্নকে। এই অফার নিয়ে কয়েকটি বিষয় উপস্থাপন করলামঃ
দেশের খুব কম কসাইরাই আছে যারা ২৫০ গ্রাম ও মাংস বিক্রি করতে চাননা। যদি করেও ২/৩ কথা বলতে ছাড়বেনা।পাশাপাশি আপনাকে অনেকক্ষন দাড়া করিয়ে রাখবে এবং তার ইচ্ছামত স্থান থেকে মাংস দিবেন।
এই অফারের মাংস দিয়ে ১/২ জন ব্যাচেলর বা ছোট পরিবারের ২/৩ জন তৃপ্তি করে একবেলা খেতে পারবে।দেশের সল্প আয়ের লোক ও ব্যাচেলরদের কাছে ১ কেজি বা ৫০০ গ্রাম মাংস কিনে খাওয়া বেশ কঠিন বিষয়।আবার অনেকে ডায়েট করতে চান তাদের জন্যেও সেভ হবে।
যাদের অনেক টাকাপয়সা আছে তারা জানেনও না সল্প আয়ের লোক ও কত দিনমজুর মাসের পর মাস তার বাচ্চার মুখে এক টুকরো গরুর মাংস তুলে দিতে পারেনা। এই প্যাকেজ টা হওয়ার পরে এখন মাঝেমধ্যে হলে ও কিনতে পারবেন তারা।
স্বপ্ন সুপার শপের ২০০ গ্রাম মাংস ও আলুর এই অফারটা ট্রেন্ড যদি একবার বাংলাদেশে চালু হয় আশা করি আরও অনেক দোকান বা সুপারসপে প্রচলন হবে।তখন আরও বেশি পরিমান মানুষ অল্প খরচে মাংস বা অন্যান্য সামগ্রী খেতে পারবেন।
বি.দ্র. স্বপ্ন সুপার শপের ২০০ গ্রাম মাংস ও আলুর এই অফারটা স্বল্প আয়ের মানুষ ছাড়া এই প্যাকেজের মাহাত্ম্য আশাকরি সচেতন সবাই ভাল করে বুঝবেন।
আমি মনে করি সবাইকে কেনা কাটায় সচেতন হওয়া উচিৎ। শুধু মধ্যবিত্ত নয়, সমাজের সকল শ্রেণির মানুষ অপচয় রোধ করে, সঞ্চয়ী হোক। এই কামনা রইলো।
সাথে সাথে ধন্যবাদ স্বপ্ন পরিবারকে।
(আংশিক কপি)
মন্তব্য: ০