Alapon

বেড়েছে অর্থনৈতিক ও অনলাইন প্রতারণা



প্রতারণা থেকে সাবধান #বিকাশ
গতকাল আমার পরিচিত বড় ভাইকে মোবাইলে একজন কল দিয়ে ট্রাপে ফালইছিলেন।
কয়েকদিন আগে আরেক দীনি ভাই থেকে বড় অংকের টাকা হাতিয়ে নিয়েছে। সেই ভাই এখন অসহায়।

এক্ষেত্রে করণীয়ঃ
মোবাইলে কোন লোভনীয় অফার বা আর্থিক লেনদেনের কথা বললেই বুঝে নিবেন ৯৯.৯৯% বাটপার হওয়ার সম্ভাবনা।

মনে রাখবেন, কোন টাকা যদি আপনার আসলেই বরাদ্দ হয়ে থাকে তবে তা পাবেনই। কারণ বরাদ্দ টাকা অন্য কোথাও দিলে সেই প্রজেক্ট বাতিল হয়ে যাবে।

কখনোই তাড়াহুড়ো করে কোন সিদ্ধান্ত নিবেন না।

সম্ভব্য প্রতারণার টপিক্সঃ

★সরকারি প্রজেক্ট থেকে অফার।
★আপনি লটারিতে বিজয়ী হয়েছেন।
★বিভিন্ন দেশের সরকার লটারিতে আপনাকে বিজয়ী করেছে।

>মোবাইল ফোনে কখনোই যা শেয়ার করবেন নাঃ

>পিন নাম্বার।
>OTP কোড।
>ব্যক্তিগত তথ্য।

বিকাশ ও অনলাইন ব্যাংকিং এর ক্ষেত্র যে সমস্যা হয় সাধারণত ওটিপিটা নিয়ে এ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এবং সমস্ত টাকা সেকেন্ডের মধ্যে সরিয়ে ফেলে।

অথবা, আপনাকে বিভিন্ন ট্রাপের মাধ্যমে তার একাউন্টে কৌশলে টাকা পাঠাতে বাধ্যকরে।
এক্ষেত্রে এমন আচারণ করে যে, আপনি আর সাভাবিক ভাবে কোন চিন্তা করতে পারেন না।

এমন লোভ দেখায় যে টাকা হারানোর ভয়ে, কাওকে জানান না। গোপনে ডিল করতে যেয়ে সব হারায়।

এমন ঘটনা এবেইলেবেল ঘটছে এবং বর্তমানে এই প্রবণতা
অনেক বেশি। অনেক সচেতন ও শিক্ষিত মানুষও প্রতারণার শিকার হচ্ছে।
কারণ, আপনার কাছের কোন বন্ধু, ধর্মীয় সংগঠন ও দ্বায়ীত্বশীল ব্যক্তির নাম বা আত্মীয়ের নাম ধরেও কথা বলে। যা আপনাকে সহজেই বিভ্রান্ত করে বা করবে। আমি নিজেও কয়েকটা ট্রাপের বাস্তব সাক্ষী।

তাই, সকলেই সাবধান। অনলাইনে বা ফোনে কেও কিছু বল্লে অবশ্যই তা জাচায় বাছায় করুন।

আমার এই জিনিসটা লেখার এবং শেয়ার করার একমাত্র উদ্দেশ্য হলো আপনারা যাতে প্রতারণার শিকার না হন, সন্দেহজনক কল আসলে কোনরকম তথ্য দিবেন না।কোন সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার বিশ্বস্ত কাওকে জানান আগে।

পঠিত : ১০৯ বার

মন্তব্য: ০