বিশ্বস্ত আমানতদার
তারিখঃ ২০ নভেম্বর, ২০২৪, ১৪:৪৬
কারো ঘরের চাবি আপনার হাতে থাকার অর্থ এই নয় যে, আপনি সে ঘরে যা খুশি তাই করতে পারবেন। এই চাবি কেবল আপনার আমানত, এটা আপনাকে সে ঘরের মালিক বানিয়ে দেয় না। আপনি চাবি নামক ক্ষমতা দিয়ে যদি ঘরের কিছু নষ্ট করেন বা আত্মসাৎ করেন, তার জন্য অবশ্যই এর মালিকের কাছে জবাবদিহি করতে হবে, আর একান্তই যদি সে আপনার কাছের বন্ধু হয়, তবে জবাবদিহি না করলেও অন্তত খেয়ানতকারী, আত্মসাৎকারী হিসেবে তার কাছে চিহ্নিত হবেন এবং তার বিশ্বাস হারাবেন। এর কারণে নষ্ট হতে পারে সম্পর্কও।
তেমনি আমাদের জীবন, সম্পদ, শক্তি-ক্ষমতা সবকিছু সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে একটি আমানত। এগুলোর যত্রতত্র ব্যবহারের চাবি তথা এখতিয়ার ও স্বাধীনতা আমাদের আছে বটে, তবে অবশ্যই এই স্বাধীনতা আমাদের জন্য একটি পরীক্ষা।
দিনশেষে এই আমানতের ব্যাপারে আল্লাহর সামনে আমাদের জবাবদিহি করতে হবে। যদি এর খেয়ানত করি, তবে এর জন্য শাস্তি ও লাঞ্ছনা অপেক্ষা করছে। আর যদি হই এর সঠিক ও যথার্থ আমানতদার, তবে এর জন্য পুরষ্কারস্বরূপ আল্লাহর পক্ষ থেকে রয়েছে নিয়ামতে ভরা জান্নাত, যা তিনি মুত্তাকী ও তাঁর প্রিয় বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, যেখানে কোনো চাহিদা অপূর্ণ থাকবে না। আর না সেটা ভোগ করে শেষ করা যাবে।
তাই আসুন, আল্লাহর দেওয়া এই জীবন, সম্পদ ও ক্ষমতার বিশ্বস্ত আমানতদার হই।
মন্তব্য: ০