ঢাকা শহরে চলাচল করাই দায়
তারিখঃ ২০ নভেম্বর, ২০২৪, ১৫:০১
হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে, হচ্ছে। ফ্লাইওভার, মেট্রোরেলসহ কতশত প্রকল্প। অথচ এখনও ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে নষ্ট হচ্ছে। ১০ মিনিটের পথ অতিক্রম করতে সময় লেগে যাচ্ছে প্রায় ১ ঘন্টা। ফ্লাইওভারের উপরে জ্যাম (টোলের কারণে), ফ্লাইওভারের নিচে জ্যাম, বাজারে জ্যাম, সিগন্যালে জ্যাম, সিগন্যাল ছাড়াও জ্যাম, অনেক সময় হেঁটে চলাচল করাও কঠিন হয়ে দাঁড়ায়। চরম অস্বস্তিকর একটা পরিস্থিতি। পাশাপাশি ব্যক্তি পর্যায় থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত বড় ধরনের ক্ষতির সম্মুখীন।
পরিসংখ্যান বলছে ভারী যানজটের কারণে গত ১৫ বছরে ঢাকায় যান চলাচলের গড় গতি প্রতি ঘন্টায় ২১ কিলোমিটার থেকে কমে ৬.৭ কিলোমিটারে নেমে এসেছে। এবং বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন অনুসারে, ২০৩৫ সালের মধ্যে এটি ৪ কিমি/ঘন্টায় নেমে আসবে বলে অনুমান করা হয়েছে। ব্র্যাক ব্যাংক কর্তৃক পরিচালিত আরেকটি গবেষণায় দেখা গেছে যে ট্রাফিক জ্যাম প্রতিদিন প্রায় ৫০ মিলিয়ন কর্মঘন্টা নষ্ট করে। যদি আমরা এটিকে অর্থে রূপান্তরিত করি তবে এটি প্রতি বছর প্রায় ১১.৪ বিলিয়ন ডলারের ক্ষতির সমান।
এই অবস্থা উত্তরণে দেশের নীতিনির্ধারকদের সঠিক পরিকল্পনা প্রণয়ন ও তা দ্রুত বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি সকল জনসাধারণেরও উচিত ট্রাফিক আইন ও শৃঙ্খলা বজায় রেখে চলাচল করা।
মন্তব্য: ০