শ্রেষ্ঠত্ব প্রমানের লড়ায় আমাদেরকে ধ্বংস করে ফেলছে
তারিখঃ ২১ নভেম্বর, ২০২৪, ১২:১৭
(১)
২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি ন্যাশানাল জিওগ্রাফিক চ্যানেল ছবিটি প্রকাশ করে(২)। দুটি সাপ যুদ্ধে লিপ্ত। একটি অজগর, অন্যটি কিং কোবরা। দুজনেই শক্তিশালী এবং নিজেকে শ্রেষ্ঠ আর ক্ষমতাবান বলে মনে করে। লড়াইয়ের এক পর্যায়ে অজগরটি কিং কোবরাকে মরণপাশে পেঁচিয়ে ধরে এবং কিং কোবরা অজগরটিকে অন্তিম ছোবল দেয়। শেষ পর্যন্ত দুটি সাপই মারা যায়; একটি শ্বাসরোধে, অন্যটি বিষে।
ঠিক এভাবেই মানুষ অন্যের চেয়ে নিজেকে বড় বা ক্ষমতাধর প্রমাণ করতে গিয়ে ধ্বংস ডেকে আনে।
আমাদের আশেপাশে ঠিক এইরকম খেলা চলমান আছে। কেউ কাউকে ছাড় দিতেই চায়না, যতক্ষণ পর্যন্ত নিজের ধংশ না হয়। সমস্যা থাকবে, সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে।(৩)
উপরের ছবি ও ঘটনা থেকে এই কথা বলা যায় যে, মানুষের মাঝে দুইটা প্রবৃত্তি আছেঃ
১. পশুত্ত্ব
২. মানুসত্ত্ব
হিংসা, লোভ, ঘৃণা, যিদ এগুলো কুপ্রবৃত্তি বা পশুত্ত্ব। যা মানুষকে ক্ষতির দিকে নিয়ে যায়।
ক্ষমা করা, মাফ করা, বিবেক বিবেচনা, জ্ঞান এগুলো মানুষত্ত্বের দিক।
সমাজ বা বিশ্বে যত পশুত্ত্বের প্রসার ঘটবে ততো অশান্তি বৃদ্ধি পাবে, পৃথিবী ততো ধ্বংসের দিকে ধাবিত হবে।
একটা সুন্দর পৃথিবী গড়তে হলে মানুষত্ত্বের প্রসার ঘটাতে হবে। ত্যাগ - ক্ষমা, ভালোবাসার বিস্তার ঘটাতে হবে। আর এসবের জন্য তথা মানব জাতির কল্যাণের জন্য সমাজ জীবনে ইসলামের পূর্ণাঙ্গ বাস্তবায়নের কোন বিকল্প নেই।
তথ্যসূত্রঃ
(১),(২) ন্যাশনাল জিওগ্রাফি
(৩)ফেসবুক থেকে সংগৃহীত
মন্তব্য: ০