Alapon

জামায়াতের সংস্কার প্রস্তাব



যে সংস্কারগুলো জামায়াত চায়,

১. জামায়াত নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি (PR) চায়। দেশে যে দলের সমর্থক যত শতাংশ সে দল তত শতাংশ প্রতিনিধি পাঠাবে। উল্লেখ্য যে, ১৯৮৪ সালে জামায়াতের পক্ষ থেকে আব্বাস আলী খান এই প্রস্তাবনা পেশ করেন। এর খসড়া তৈরি করেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক গোলাম আযম। গোলাম আযমের খসড়া ২০০৫ সালে বই আকারে প্রকাশ হয়। কমেন্টে দেওয়া আছে।

২. জামায়াত সংসদীয় আসনভিত্তিক নির্বাচনের বিলোপ চায়। এর দ্বারা সংসদের সঠিক প্রতিনিধিত্ব পাওয়া যায় না। ইনসাফ কায়েম হয় না।

৩. নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল চায় জামায়াত

৪. দুবারের বেশি কোনো ব্যক্তির প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার সুযোগ দিতে চায় না জামায়াত

৫. স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের মনোনয়ন ও দলীয় প্রতীক ব্যবহার পদ্ধতি বাতিল করার প্রস্তাব দিয়েছে জামায়াত

৬. সরকারি কর্মকর্তা-কর্মচারী বা রাষ্ট্রীয় দায়িত্বে অধিষ্ঠিত কোনো ব্যক্তি তার চাকরি বা পদ হতে অব্যাহতি বা দায়িত্বমুক্ত হওয়ার পর তিন বছর অতিবাহিত হওয়ার পূর্বে জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ না রাখা

৭. রাজনৈতিক দলের নিবন্ধন আইন বাতিল চায় জামায়াত। নিবন্ধনের নামে মানুষের রাজনীতি করার অধিকারকে সংকুচিত করা হয় বলে জামায়াত মনে করে।

৮. নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক কমিশনের অধীনেই রাষ্ট্রপতি কর্তৃক সেনাবাহিনী মোতায়েনের সুযোগ রাখা। এক্ষেত্রে প্রধান উপদেষ্টা/ মন্ত্রী বাধা হতে পারবে না।

৯. ভোট গ্রহণ ও ভোট গণনাকালে সাংবাদিক এবং দেশি-বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিত থাকার সুযোগ রাখা। প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা।

১০. নির্বাচিত সব জনপ্রতিনিধিকে প্রতি অর্থবছরে তাদের আয়-ব্যয়ের হিসাবসহ সম্পদ বিবরণী তথা আয়কর রিটার্ন (আয়কর অফিসের রশিদসহ) এর কপি নির্বাচন কমিশনে দাখিল করার বাধ্যবাধকতা আরোপ করা।

# গতকাল সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষরিত প্রস্তাবনা নির্বাচন কমিশনে পাঠানো হয়।

পঠিত : ৫৮ বার

মন্তব্য: ০