Alapon

তাওবা-৭



আপনি কি চান, আপনার দুনিয়ার জীবনটা সুন্দর হোক ? দুনিয়াটা সুন্দমতো উপভোগ করুন ? দুনিয়ায় যথাযথ মর্যাদা নিয়ে বাঁচুন? তবে এখনি তাওবা করুন। তাওবাকারীর জন্য আল্লাহ সবগুলো বিষয়ের নিশ্চয়তা দিচ্ছেন,
{وَأَنِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُمَتِّعْكُمْ مَتَاعًا حَسَنًا إِلَى أَجَلٍ مُسَمًّى وَيُؤْتِ كُلَّ ذِي فَضْلٍ فَضْلَهُ وَإِنْ تَوَلَّوْا فَإِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ كَبِيرٍ} [هود: 3]
“এবং তোমাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো। অতঃপর তাঁর দিকে প্রত্যাবর্তন কর, তবে তোমাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দুনিয়ার উত্তম ভোগসামগ্রী দিয়ে উপকৃত করবেন এবং প্রত্যেক মর্যাদাবানকে তার যথাযোগ্য মর্যাদাদ দান করবেন (দুনিয়াতে এবং আখেরাতে)। আর যদি আল্লাহ থেকে বিমুখ হও, আমি তোমাদের উপর মহদিবসের আযাবের ভয় করি।” হূদ: ৩

পঠিত : ৭০ বার

মন্তব্য: ০