যুদ্ধবিরতি লঙ্ঘন করে দখলদার ইসরায়েল
তারিখঃ ২৩ জানুয়ারি, ২০২৫, ১০:৪৩

২০ জানুয়ারি, সোমবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে দখলদার ইসরায়েল রাফাহতে এক ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে। ১৫ বছর বয়সী জাকারিয়া হুমাইদ ইয়াহিয়া বারবাখ নামে নামের শিশুটিকে হত্যার আগে একাধিকবার গুলি করে সন্ত্রাসী স্নাইপাররা। অনলাইনে শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা গেছে, একজন ব্যক্তি তার শরীর উদ্ধারের চেষ্টা করলে তাকেও বারবার গুলি করা হয়েছে।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, রাফাতে ইসরায়েলি স্নাইপারদের গুলিতে এক শিশুসহ দুই ফিলিস্তিনি নিহত এবং আরও নয়জন আহত হয়েছে।
ইসরায়েলি ট্যাঙ্কগুলো বাফার জোন লঙ্ঘন করে বেসামরিক লোকদের উপর গুলি চালিয়েছে। সূত্র জানায়, দখলদার বাহিনী চুক্তি লঙ্ঘন করে ওই এলাকায় ৮৫০ মিটার অগ্রসর হয়েছে।
চুক্তি অনুযায়ী, ইসরায়েলকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে সামরিক কার্যক্রম পরিচালনা করার কথা ছিল, কিন্তু ইসরায়েলি বাহিনী ওই সীমা অতিক্রম করে ৮৫০ মিটার পর্যন্ত অগ্রসর হয় এবং বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালায়। এই ঘটনায় রাফাহ শহরে দুইজন নিহত এবং ৯ জন আহত হয়েছে।
এছাড়াও, খান ইউনিসের গাজা ইউরোপীয় হাসপাতালের একটি মেডিকেল সূত্র জানিয়েছে যে পূর্ব রাফাতে একটি ইসরায়েলি ড্রোন একটি বাড়ির কাছে বিস্ফোরক ডিভাইস ফেলে দিলে তিন ফিলিস্তিনি আহত হয়েছে।

মন্তব্য: ০