পূর্ব ও পশ্চিমা কোনো শক্তিই আফগানিস্তানের ইসলামী শরীয়াহ ব্যবস্থার ক্ষতি করতে পারবে না
তারিখঃ ২৯ জানুয়ারি, ২০২৫, ১৫:৪৬

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সর্বোচ্চ আমির মৌলভী হিবাতুল্লাহ আখুন্দযাদা হাফিযাহুল্লাহ বলেছেন, কোনো ধরনের হুমকির ব্যাপারে তিনি উদ্বিগ্ন নন। পূর্ব ও পশ্চিমা কোনো শক্তিই আফগানিস্তানের ইসলামী শরীয়াহ ব্যবস্থার ক্ষতি করতে পারবে না।
কান্দাহারের একটি স্কুলে শিক্ষার্থীদের স্নাতক সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্যে তিনি এই কথাগুলো তুলে ধরেন। তিনি জোরালোভাবে বলেন, যারা ইসলামের শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তাদের কোনো ক্ষতি হবে না।
"যদি তুমি আমৃত্যু ইসলামের পক্ষে থাকার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হও, তাহলে শাহাদাত ও কারাবাসের জন্য প্রস্তুত হও। রসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)'র সাহাবায়ে কেরামগণও শহীদ হয়েছেন। এমনকি তাদেরকে আগুনে পুড়িয়ে মারা হত। আমরা দ্বীনের ব্যাপারে তেমন বোঝা বহন করি নি। আমাদের নিকট ইসলাম খুব সহজেই এসেছে।"- তিনি উল্লেখ করেন।
পশ্চিমাদের কোনো সতর্কতায় মুসলিমদের প্রভাবিত হওয়া উচিত নয় বলে তিনি জানান। তিনি বলিষ্ঠভাবে বলেন, কাফেররা কখনও মুসলিমদের বাহ্যিক লেবাস, চরিত্র বা আকিদা মেনে নেবে না। ইমারতে ইসলামিয়া তার শাসনব্যবস্থা রক্ষা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে। কোনো কিছুই এই সরকারকে থামাতে পারবে না। কেননা এই ব্যবস্থা বিনামূল্যে বা দয়ার মাধ্যমে লাভ হয় নি। বরং এটি প্রাণপণ সংগ্রামের ফলস্বরূপ অর্জিত হয়েছে।
উল্লেখ্য যে, সম্প্রতি নারী নিপীড়নের ভিত্তিহীন অভিযোগ এনে ইমারতে ইসলামিয়া’র সর্বোচ্চ আমির ও প্রধান বিচারপতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত(আইসিসি)’র একজন প্রসিকিউটর। এই অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছে তালিবান প্রশাসন।

মন্তব্য: ০