মুমিনের পানাহার-০৬
তারিখঃ ২৯ জানুয়ারি, ২০২৫, ১৬:৫৩
প্রয়োজন পূরণ না হওয়া পর্যন্ত আহার করো না
আবু সুলাইমান দারানী রাহিমাহুল্লাহ বলেছেন,
«إِذَا أَرَدْتَ حَاجَةً مِنْ حَوَائِجِ الدُّنْيَا وَالْآخِرَةِ فَلَا تَأْكُلَ حَتَّى تَقْضِيهَا فَإِنَّ الْأَكْلَ يُغَيِّرُ الْعَقْلَ»
“তুমি দুনিয়া ও আখিরাতের কোনো প্রয়োজনের সম্মুখীন হলে, সেই প্রয়োজন পূরণ না হওয়া পর্যন্ত আহার করো না। কারণ, আহার আকল পরিবর্তন করে ফেলে (বা আকলের কর্মক্ষমতা দূর্বল করে ফেলে)।” -কিতাবুল জূ', ইবনু আবিদ দুনইয়া, বর্ণনা-৮৫

মন্তব্য: ০