Alapon

১ লাখ সামরিক ও সাধারণ যানবাহন মেরামত

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৪ সালে প্রায় ১ লাখ সামরিক ও সাধারণ যানবাহন মেরামত করা হয়েছে, যা বর্তমানে দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনীতে ব্যবহৃত হচ্ছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আব্দুল মতিন কানি হাফিযাহুল্লাহ জানান, প্রশাসন পরিত্যক্ত ও বিকল যানবাহন সংস্কারে ব্যাপক উদ্যোগ নিয়েছে। আধুনিক সরঞ্জামের সংযোজনের মাধ্যমে ওয়ার্কশপগুলোর কার্যক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। ফলে গত বছরেই রেঞ্জার্স, হামভি, অ্যাম্বুলেন্স ও সাঁজোয়া যানসহ ৯৭ হাজারের বেশি যান পুনরায় ব্যবহারের উপযোগী করা সম্ভব হয়েছে।
মেরামতকৃত যানবাহন দেশের বিভিন্ন জেলা, প্রদেশ ও পুলিশ ইউনিটে সরবরাহ করা হয়েছে। তিনি আরও জানান, কোনো বিদেশি সহযোগিতা ছাড়াই আরও শত শত সামরিক যানবাহনের সংস্কার কাজ অব্যাহত রয়েছে। 'আমাদের কারিগরি দল দিনরাত পরিশ্রম করছে, যাতে প্রতিটি যানবাহন সম্পূর্ণ সচল করা যায়।'

পঠিত : ২৯ বার

মন্তব্য: ০